মুম্বই: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ঢেলে সাজাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের ভারতীয় ক্রিকেট বোর্ড। বেঙ্গালুরুর এনসিএ-র জন্য ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ নিয়োগ করবে বোর্ড। তার জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করল বোর্ড।
বোর্ড সূত্রে খবর, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ১১ জনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তা পুনর্নবীকরণ করা হবে না। তাঁদের মধ্যে পাঁচজন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তাঁরা হলেন সুজিত সোমসুন্দর, সুব্রত বন্দ্যোপাধ্যায়, শিবশঙ্কর দাস, হৃষিকেষ কানিতকর ও রমেশ পওয়ার।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবেও নতুন মুখ খুঁজছিল বোর্ড। এনসিএ প্রধান হিসাবে দায়িত্ব পেতে আগ্রহীদের আবেদন করতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে বোর্ড। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে যাঁকে নেওয়া হবে, তাঁর সঙ্গে দু'বছরের চুক্তি হবে। তিনি বোর্ড সচিবের অধীনে থাকবেন।
যা দেখে ভারতীয় ক্রিকেটে সঙ্গে জড়িতরা প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি রাহুল দ্রাবিড়কে আরও বড় দায়িত্ব দেওয়া হচ্ছে? প্রসঙ্গত, জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শেষ হচ্ছে। অনেকেই বলাবলি শুরু করেন, তাহলে দ্রাবিড়কে কি সিনিয়র দলের সঙ্গে যুক্ত করার ব্যাপারে সৌরভের দীর্ঘলালিত ইচ্ছে দিনের আলো দেখতে চলেছে? অনেকেই এ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন।
এনসিএ প্রধান হিসাবে বড়সড় কোনও নামকে আনতে চাইছিল বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তত ২৫টি টেস্ট ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন, এরকম কেউই এনসিএ প্রধান পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৬০ বছরের কম। তবে তাঁর অন্তত ৫ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে কোচিং না করালেও চলবে। ভারতীয়-এ দল, অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল, ভারতের মহিলা ক্রিকেট দল বা ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (আইপিএল) কোচিং করিয়ে থাকলেও আবেদন করতে পারবেন এনসিএ প্রধানের পদে।
তবে সব জল্পনায় জল ঢেলে এনসিএ প্রধান পদের জন্য আবেদন করেছেন দ্রাবিড়ই। এখনও পর্যন্ত তিনি ছাড়া আর কেউই আবেদন করেননি। যার অর্থ, পুরনো পদেই দ্রাবিড়কে দেখা স্রেফ সময়ের অপেক্ষা।