কলকাতা: করোনার প্রকোপে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করতে পারছে না সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের ক্রিকেট বোর্ড। তবে আয়োজক দেশ হিসাবে দায়িত্ব পালন করবে বিসিসিআই। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে আয়োজিত হবে টি-টোয়েন্টি ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই।
সেই টুর্নামেন্টে ৬টি ম্যাচ পেতে পারে ওমান। মোট ১২টি দলকে নিয়ে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার মধ্যে আটটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি চার দল বেছে নেওয়া হবে বাছাই পর্বের ম্যাচ থেকে।
ভারতীয় বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ওমানে বাছাই পর্বের ৬টি ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা হয়েছে। ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে হতে পারে ৬টি ম্যাচই।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে ওমান সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। সৌরভের সঙ্গে ছিলেন বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল ও সচিব জয় শাহ। ১৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু। প্রথমে যোগ্য়তা অর্জনকারী পর্বের ১২টি ম্যাচ ওমানে আয়োজন হওয়ার কথা ছিল। সুপার ১২-এর বাকি ৩০টি ম্যাচ শারজা, দুবাই এবং আবু ধাবিতে আয়োজিত হবে। ওমানের মূল স্টেডিয়াম পরিদর্শন করে এসেছেন সৌরভ-সহ বোর্ড কর্তারা। মাঠ, উইকেট থেকে পরিকাঠামো সব খতিয়ে দেখেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-র ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। বাকি দুটি জায়গা বরাদ্দ রয়েছে কোয়ালিফাইং রাউন্ড খেলে আসা দলের জন্য। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপেও বাকি দুটি জায়গা কোয়ালিফাইং রাউন্ড খেলতে আসা দলের জন্য বরাদ্দ। কোয়ালিফায়ার রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ার্ল্যান্ড নেদারল্যান্ডস ও নামিবিয়া । গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও আয়োজক দেশ ওমান। দুই গ্রুপ থেকে মোট দুটি করে দল চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র পাবে।