নয়াদিল্লি: চুক্তি সংক্রান্ত নির্দেশিকা ভঙ্গের অভিযোগে উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিককে নোটিশ ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই-এর। গত বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ সেন্ট কিটস ও নেভিস পেট্রিয়টসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ট্রিনবাগো নাইট রাইডার্সের ড্রেসিংরুমে দেখা গিয়েছিল কার্তিককে।
বিসিসিআই-এর চুক্তি অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনও প্লেয়ার খেলোধূলো সংক্রান্ত কাজে অংশ নিতে বা উপস্থিত থাকতে পারেন না।
সিপিএলের ম্যাচ চলাকালে কার্তিককে প্রাক্তন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের পাশে বসে থাকতে দেখা গিয়েছে।



উল্লেখ্য, আইপিএলে কার্তিকের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স সিপিএলে ট্রিনবাগো নাইট রাইডার্সেরও মালিক।
সদ্যসমাপ্ত বিশ্বকাপে কার্তিককে শেষবার আন্তর্জাতিক ম্যাচে দেখা গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে ভারত হেরে গিয়েছিল।
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে তাঁকে নেওয়া হয়নি। আসন্ন বিজয় হজারে ট্রফিতে সম্প্রতি তামিলনাড়ুর অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে।