দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের শেষ ম্যাচে চার বলে চার উইকেট নেওয়ার সুবাদে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ উন্নতি করলেন শ্রীলঙ্কার তারকা পেসার লসিথ মালিঙ্গা। তিনি এখন বোলারদের মধ্যে ২১ নম্বরে। শীর্ষে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনার ৬ ধাপ উন্নতি করে এখন পাঁচ নম্বরে। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র কুলদীপ যাদব প্রথম দশে আছেন। তিনি এখন আট নম্বরে।


গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ৪ ওভার বল করে ৬ রান দিয়ে ৫ উইকেট নেন মালিঙ্গা। প্রথম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে পরপর চার বলে উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর পঞ্চম হ্যাটট্রিক। পুরুষদের টি-২০ ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটও নিয়েছেন এই ডানহাতি পেসার।

ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে আছেন পাকিস্তানের বাবর আজম। ভারতের লোকেশ রাহুল ও রোহিত শর্মা যথাক্রমে ৭ ও ৯ নম্বরে আছেন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি আছেন ১২ নম্বরে। তিনি একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে থাকলেও, এবারও টি-২০-তে প্রথম দশে ঢুকতে পারলেন না।