আমদাবাদ: ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) টেস্ট সিরিজের বাইশ গজ নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণই নেই। চার টেস্ট ম্যাচের সিরিজ়ের তিনটি টেস্ট খেলা হয়েছে। তিন কেন্দ্রের পিচ নিয়েই উঠেছে প্রশ্ন। চতুর্থ টেস্টের পিচও কি বিতর্কবিদ্ধ হতে চলেছে?
টেস্ট সিরিজে ভারত ২-১ এগিয়ে রয়েছে। আইসিসি জানিয়েছে, নাগপুর, দিল্লি ও ইনদওরের পিচ নিয়ে তারা খুশি নয়। এবার আমদাবাদের পিচ নিয়েও শুরু হয়েছে বিতর্ক।
৯ মার্চ, বৃহস্পতিবার থেকে সিরিজের শেষ টেস্ট শুরু হওয়ার কথা। তার ৪৮ ঘণ্টা আগে এখনও নাকি পিচ তৈরিই হয়নি। এই পরিস্থিতিতে ভারতীয় ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছে রাজ্য ক্রিকেট সংস্থা। গুজরাত ক্রিকেট সংস্থার এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, কী ধরনের পিচ তৈরি করা উচিত তা নিয়ে সংশয়ে ভারতীয় ক্রিকেট দল। তাই এখনও দলের তরফে তাঁদের কাছে কোনও নির্দেশ আসেনি। সেই কারণে পিচ তৈরি করতে সময় লাগছে।
গুজরাত ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, 'আমরা এখনও ভারতীয় ম্যানেজমেন্টের কাছ থেকে পিচ নিয়ে কোনও নির্দেশ পাইনি। তাই আমাদের পিচ প্রস্তুতকারকরা সাধারণ পিচ তৈরি করছে। গোটা মরসুমে এখানে যেমন পিচ হয় তেমনই পিচ তৈরি হচ্ছে।' যদিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই ধরনের পিচ প্রস্তুত করা হচ্ছে। মনে করা হচ্ছে, অজি শিবিরকে ধাঁধায় রাখতেই এই কৌশল ভারতের। যাতে ম্যাচের আগে টিম কম্বিনেশন ঠিক করতে সমস্যায় পড়ে অস্ট্রেলিয়া।
কোনও মাঠে খেলার আগে সেখানে পিচ তদারকি করেন বোর্ডের পিচ প্রস্তুতকারক। সেই তদারকি অবশ্য চলছে। গুজরাত ক্রিকেট সংস্থার কর্তা বলেছেন, 'বোর্ডের পিচ প্রস্তুতকারক নির্দেশ দিচ্ছেন। কিন্তু আমরা চেষ্টা করছি এমন পিচ তৈরি করতে যেখানে ভাল টেস্ট হয়।'
ইনদওর টেস্টের আগে রোহিত শর্মা জানিয়েছিলেন, তৃতীয় টেস্ট জিতলে চতুর্থ টেস্টে পেস সহায়ক উইকেট চান তাঁরা। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যই সে কথা বলেছিলেন রোহিত। কিন্তু ইনদওরে তৃতীয় টেস্ট হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখনও উঠতে পারেনি ভারত। তাই চতুর্থ টেস্টের পিচ নিয়ে নিশ্চিত হতে পারছে না ভারতীয় টিম ম্যানেজমেন্টও।