মুম্বই: ডব্লিউপিএলের (WPL 2023) দ্বিতীয় ম্যাচে ব্রেবোর্ন স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তারা নরিসের পাঁচ উইকেটের সুবাদে ৬০ রানের বড় ব্যবধানে আরসিবিকে পরাজিত করে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ দেখতে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের তরফে অনেকেই স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দিল্লির অন্যতম কর্ণধার রুচির গ্রান্ধি ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)।
সৌরভের উপস্থিতিতে দিল্লির জয়
দিল্লির তরফে সৌরভসহ ম্যানেজমেন্টের একাধিক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। ম্যানেজমেন্টের সামনে দিল্লির তারকারাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেন। প্রথমে ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার শেফালি ভার্মা ও মেগ ল্যানিং ১৬২ রান যোগ করেন। মেগ ল্যানিং ৪৩ বলে ৭২ রানের ইনিংস খেলেন, ভারতের তারকা ওপেনার শেফালি ৪৫ বলে ৮৪ রান করেন। এই দুই তারকার ব্যাটে ভর করেই বড় রান তুলতে সক্ষম হয় দিল্লি। তবে শেষের দিকে ব্যাট হাতে জেমাইমা রডরিগেজ ও মারিজানে কাপ তৃতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। তাঁরা দুইজনে মিলে ৬০ রান যোগ করেন। এঁদের সুবাদেই ২২২ রান তোলে দিল্লি।
বড় রান তাড়া করতে নেমে আরসিবি শুরুটা কিন্তু মন্দ করেনি। আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন ওপেনিংয়ে ৪১ রান যোগ করেন। তবে পরপর দুই ওভারেই স্মৃতি (৩৫) ও সোফিকে (১৪) সাজঘরে ফেরান অ্যালিস ক্যাপসি। এক চোখ ধাঁধানো ক্যাচ ধরেই সোফিকে সাজঘরে ফেরান শেফালি ভার্মা। অ্যালিস পেরি ৩১ রান ও হায়দার নাইট ৩৪ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। আট উইকেটের বিনিময়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি আরসিবি।
ফ্রেমবন্দি দুই কিংবদন্তি
সৌরভ গঙ্গোপাধ্যায় ও অনিল কুম্বলে (Anil Kumble)। সোমবার মুম্বইয়ে এক ফ্রেমে জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক। যে ছবি সামনে আসতেই ভক্তদের মধ্যে কৌতূহল। তাহলে কি বড় কোনও ঘোষণা আসতে চলেছে? সৌরভ-কুম্বলেকে এক ফ্রেমে দেখে অনেকে উৎসুক হয়ে পড়েন, তাহলে কি নতুন কোনও ভূমিকায় দেখা যাবে এই জুটিকে? একটা সময় অধিনায়ক হিসাবে দলের সেরা স্পিনার কুম্বলেকে দিয়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপে ধস নামাতেন সৌরভ। পরে সৌরভের উদ্যোগে জাতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন কুম্বলে। ফের কি ম্যাজিক দেখাবে দাদা-জাম্বো জুটি?
সৌরভ ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেল, দুই কিংবদন্তির সাক্ষাৎ ক্রিকেটীয় কারণে নয়। সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য বলছিলেন, 'দাদার সঙ্গে অনিল কুম্বলের দেখা হরয়েছে মুম্বইয়ে। সোমবার দুজনের একটা বাণিজ্যিক কাজ চলছে। একটি বিজ্ঞাপনী শ্যুটিং করছেন দুজনে। সেই কারণেই মুম্বইয়ে রয়েছেন দাদা ও কুম্বলে।'
আরও পড়ুন: বল হাতে ৩ উইকেট নিলেন হেইলি, ১৫৫ রানেই অল আউট আরসিবি