নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় একের পর এক খেলোয়াড় করোনা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে এবারের আইপিএল যদি দেসে আয়োজন করা সম্ভব না হয়, তাহলে বিকল্প কেন্দ্র হিসেবে দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার কথা ভাবছে বিসিসিআই। এখনও পর্যন্ত নতুন দুই দল সহ মোট ১০টি দলকে নিয়ে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে দেশের মাটিতেই আইপিএল আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। কিন্তু যদি করোনার জন্য সেটা সম্ভব না হয়, তাহলে অন্য দেশে এই প্রতিযোগিতা আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই।


এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘আগামী দু’মাসে দেশের অবস্থা কেমন থাকবে, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব কতদিন থাকবে, সে বিষয়ে কেউই নিশ্চিত নন। আমরা গোটা আইপিএল-ই মহারাষ্ট্রে করার কথাও ভাবছিলাম। কিন্তু সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আশা কম। তাই দেশের করোনা পরিস্থিতির উন্নতি যদি না হয়, তাহলে শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকায় আইপিএল হতে পারে।’


এর আগে ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জেরে দ্বিতীয় আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সংযুক্ত আরব আমিরশাহিতে ২০২০ ও ২০২১ সালে আইপিএল হয়েছে। তবে বিসিসিআই শুধু একটি কেন্দ্রের উপরেই ভরসা করে থাকতে নারাজ। বিকল্প কেন্দ্রের কথাও ভাবা হচ্ছে।


ভারতীয় দল এখন দক্ষিণ আফ্রিকায়। প্রথমে ভারতীয় দলের এই সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও, পরে আর কোনও সমস্যা হয়নি। ক্রিকেটাররাও এই সফর উপভোগ করছেন। সেই কারণেই আইপিএল আয়োজনের বিকল্প দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার কথা ভাবছে বিসিসিআই। তবে শেষপর্যন্ত কী হবে, সেটা এখনই বলা সম্ভব নয়। সবটাই আগামী দু’মাসে দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। যদি করোনা সংক্রমণ কমে, তাহলে দেশেই হবে আইপিএল, না হলে ফের বিদেশে হবে এই প্রতিযোগিতা।