কেপ টাউন: চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে না পারায় চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ১০০ টেস্ট ম্যাচ খেলা হল না ভারতের অধিনায়ক বিরাট কোহলির। তবে তৃতীয় টেস্টে তিনি ১০০ ক্যাচ নেওয়ার নজির গড়ে ফেললেন। গতকাল চলতি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে টেম্বা বাভুমার ক্যাচ ধরে এই নজির গড়েন বিরাট।


ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে আউটফিল্ডে ১০০ ক্যাচ নেওয়ার নজির গড়লেন ভারতের অধিনায়ক। তাঁর আগে ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড় (১৬৩ ম্যাচে ২০৯ ক্যাচ), ভিভিএস লক্ষ্মণ (১৩৪ ম্যাচে ১৩৫ ক্যাচ), সচিন তেন্ডুলকর (১৩৪ ম্যাচে ১১৫ ক্যাচ), সুনীল গাওস্কর (১২৫ ম্যাচে ১০৮ ক্যাচ) এবং মহম্মদ আজহারউদ্দিন (৯৯ ম্যাচে ১০৫ ক্যাচ) এই নজির গড়েন। এবার বিরাটও এই তালিকায় নিজের জায়গা করে নিলেন।


গতকাল বিরাটের এই দুর্দান্ত ক্যাচে দক্ষিণ আফ্রিকার দুই মিডল অর্ডার ব্যাটসম্যান বাভুমা ও কিগান পিটারসেনের জুটিতে ভাঙন ধরাতে সক্ষম হন মহম্মদ শামি। এই ওভারেই দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কাইল ভেরিনিকে আউট করে ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনেন শামি।


শেষপর্যন্ত গতকাল প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। কিগান পিটারসেন সর্বোচ্চ ৭২ রান করেন। তাঁকে ফেরান জসপ্রীত বুমরাহ। তিনি ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন। শামি নেন ২ উইকেট। উমেশ যাদবও ২ উইকেট নেন। একটি উইকেট নেন শার্দুল ঠাকুর।


প্রথম ইনিংসে ১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ৫৭। ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফিরে যান ওপেনার ময়ঙ্ক আগরওয়াল (৭)। এরপর ফিরে যান অপর ওপেনার কে এল রাহুলও (১০)। আজ দিনের দ্বিতীয় বলেই ফিরে গিয়েছেন চেতেশ্বর পূজারা (৯)। এরপর পাঁচ নম্বরে নামা অজিঙ্কা রাহানে ৯ বল খেলে মাত্র ১ রান করেই ফিরে যান। ফলে পরপর উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল।