পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না বলেনি বিসিসিআই, দাবি পিসিবি প্রধানের
Web Desk, ABP Ananda | 18 Oct 2017 08:53 PM (IST)
করাচি: দ্বিপাক্ষিক সিরিজের নতুন পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে ১৯ ম্যাচ খেলার বিষয়ে যেমন সম্মতি জানায়নি, তেমনই আবার আপত্তিও করেনি বিসিসিআই। এমনই দাবি করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নজম শেঠি। তিনি বলেছেন, ‘সম্প্রতি অকল্যান্ডে আইসিসি-র বৈঠকে টেস্টখেলিয়ে দেশগুলির ভবিষ্যতের সিরিজগুলির ক্রীড়াসূচির বিষয়ে আলোচনা করা হয়। ২০১৯ থেকে ২০১৩ মধ্যে ভারত-পাকিস্তানের ১৯টি ম্যাচের পরিকল্পনা করা হয়েছে। বিসিসিআই এই ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুমোদনও করেনি, খারিজও করেনি।’ আইসিসি-র ভবিষ্যৎ ক্রীড়াসূচি নিয়ে বিসিসিআই-এর আপত্তি না থাকলেও, পিসিবি আপত্তি জানিয়েছে। নজমের দাবি, ২০১৪ সালে দুই বোর্ডের চুক্তি অনুসারে যতগুলি ম্যাচ হওয়ার কথা ছিল, সমসংখ্যক ম্যাচের পরিকল্পনা করতে হবে। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে প্রস্তাবিত দু’টি সিরিজ না খেলায় ক্ষতিপূরণও দিতে হবে বিসিসিআই-কে। তবে আশা করা যায়, ভবিষ্যতে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজে সমস্যা হবে না।