নয়াদিল্লি: এ বছরের রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের জন্য অফ স্পিনার আর অশ্বিন ও ভারতের মহিলা একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের নাম পাঠানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই। এছাড়াও অর্জুন পুরস্কারের জন্য পাঠানো হচ্ছে কেএল রাহুল, জসপ্রিত বুমরাহ ও শিখর ধবনের নাম।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ঘটনাক্রমের সঙ্গে ওয়াকিবহাল সূত্র জানিয়েছে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই মতো খেলরত্ন পুরস্কারের জন্য আর অশ্বিন ও ভারতের মহিলা একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের নাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্জুন পুরস্কারের জন্য আবারও ধবনের নাম সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে রাহুল ও বুমরাহর নামও প্রস্তাব করা হয়েছে।
গত বছর টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা, প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু ও টেবিল টেনিস চ্যাম্পিয়ন মনিকা বাত্রা ও মহিলা কুস্তিগীর বিনেশ ফোগাত এবং হকি খেলোয়াড় রানি রামপাল রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। রোহিত ছাড়াও ফাস্ট বোলার ইশান্ত শর্মা ও মহিলা ক্রিকেট দলের সদস্য দীপ্তি শর্মাকে অর্জুন পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছিল।
এর আগে ক্রীড়ামন্ত্রক আসন্ন ক্রীড়া পুরস্কারের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছিল। এই সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল ৫ জুলাই। এর আগে জাতীয় ক্রীড়া সংস্থাগুলিতে ২৮ জুনের মধ্যে আবেদন পাঠাতে বলা হয়েছিল। টেনিস, বক্সি, কুস্তি সংস্থাগুলি ইতিমধ্যেই নাম পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে। এবার বিসিসিআই-ও নাম পাঠাল। দ্যূতি চাঁদের নাম রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের জন্য ওড়িশা সরকার সুপারিশ করেছে বলে জানা গেছে।
এখন দেখার ক্রীড়ামন্ত্রক নিযুক্ত প্যানেল অলিম্পিকের বছর মিতালিকে খেলরত্ন পুরস্কারের জন্য বেছে নেয় কিনা। গত সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের ২২ বছর পূর্ণ করেছেন মিতালি। ৩৮ বছরের মিতালি একদিনের ক্রিকেটে সাত হাজারের বেশি রান করেছেন।
মিতালি ও অশ্বিন এর আগেই অর্জুন পুরস্কার পেয়েছেন। তাঁরা দুজনেই ভারতীয় ক্রিকেটের জন্য নিজেদের অবদান রেখে চলেছেন। অশ্বিন ৭৯ টেস্টে এখনও পর্যন্ত ৪১৩ উইকেট পেয়েছেন। একদিনের ক্রিকেটে ১৫০ ও টি ২০-তে ৪২ উইকেট নিয়েছেন তিনি। এখন যদিও ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলেন না তিনি। সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছেন।
অন্যদিকে, শিখর ধবন শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তিনি অর্জুন পুরস্কারের প্রবল দাবিদার।
Khel Ratna Award:খেলরত্ন পুরস্কারের জন্য অশ্বিন ও মিতালির নাম সুপারিশ বিসিসিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2021 04:19 PM (IST)
এছাড়াও অর্জুন পুরস্কারের জন্য পাঠানো হচ্ছে কেএল রাহুল, জসপ্রিত বুমরাহ ও শিখর ধবনের নাম।
ছবি: এএনআই / এএফপি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
30 Jun 2021 03:01 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -