মুম্বই : নিউমোনিয়ায় আক্রান্ত অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার।


গত দুই দিন ধরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন নাসিরুদ্দিন। লাঙ্গসে একটি দাগ দেখা যাওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়ে পড়ে। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী রত্না পাঠক শাহ এবং সন্তানেরা।


তাঁর ম্যানেজার জানিয়েছেন, দুই দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওঁর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন।


গত বছর নাসিরউদ্দিন শাহ অসুস্থ বলে গুজব ছড়িয়েছিল। যা নস্যাৎ করেন পুত্র ভিভান শাহ। গত বছর ৩০ এপ্রিল একটি ট্যুইটার করে ভিভান লেখেন, সব ঠিক আছে, বাবা ভাল আছেন। তাঁর স্বাস্থ্য সংক্রান্ত গুজব ছড়িয়েছে। উনি ভাল আছেন। ইরফান ভাই এবং চিন্টু জির জন্য প্রার্থনা করছি। ওঁদের খুব মিস করছি। ওঁদের পরিবারকে সমবেদনা জানাই। এটা আমাদের প্রত্যেকের কাছে মারাত্মক ক্ষতি।


প্রসঙ্গত, তাঁর প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তিনি ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। ২০২০ সালে তাঁকে দুটি স্ট্রিমিং রিলিজে দেখা যায়। সেই দুটি হল- "মি রকসম" এবং "বন্দিশ ব্যান্ডিটস"। এ বছর গোড়ার দিকে তাঁকে দেখা যায় "রামপ্রসাদ কি তেরবি"-তে। 


৭০ বছরের এই বর্ষীয়ান অভিনেতাকে মঞ্চে, বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে দেখা গেছে। প্যারালাল ছবিতে একেবারে সামনের সারিতে রয়েছেন। এমনকী স্ট্রিমিং প্রোজেক্টেও তাঁকে দেখা গেছে। এদিকে এই অভিনেতার অসুস্থার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তাঁরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।


বরাবর নিজের অভিনয় দক্ষতায় ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেতা। বছরের পর বছর ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মধ্যেই নিজের মতামত প্রকাশ করে থাকেন বর্ষীয়ান এই অভিনেতা।