নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) যে নিজের সেরা ফর্মে নেই, সেটা বলে দেওয়ার জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। প্রায় তিন বছর হতে চলল কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে একটিও শতরান আসেনি। তাঁর ফর্মের নিরিখে কোহলিকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছে বিশেষজ্ঞদের একাংশ।


চলতি ইংল্যান্ড সফরে কোহলি তিন ফর্ম্যাট মিলিয়ে পাঁচ ইনিংসে মোটে ৫৯ রান করেছেন। সমর্থকরা অধীর আগ্রহে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে থাকলেও, প্রতিটি ম্যাচেই মোটামুটি শুরুটা ভালও করেও কোহলি বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রাক্তন ভারতীয় অধিনায়ক না ওয়ান ডে না টি-টোয়েন্টি, কোনও সিরিজেই ভারতীয় দলে নেই। অবশ্য বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়েছে, তাঁকে দল থেকে বাতিল নয়, বরং এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। পর পর ব্যর্থতা সত্ত্বেও কোহলিকে এখনও কেন খেলিয়ে যাচ্ছে ভারত? কেন তাঁকে বাদ দিচ্ছেন না নির্বাচকরা? ইংল্যান্ডের প্রাক্তন তারকা মন্টি পানেসারের (Monty Panesar) মতে বিষয়টা আর্থিক ক্ষয়ক্ষতির।


পানেসারের দাবি কোহলির ব্যাটিং দেখবার জন্য হাজার হাজার সমর্থক গ্যালারি ভরান। তাঁর অনুপস্থিতির অর্থ হল সেই সিরিজ বা ম্যাচের উন্মাদনায় ভাটা পড়া, যা আর্থিক দিক থেকেও বোর্ডের ক্ষতি করে। পানেসার জানান, 'কোহলি বিশ্বের সবথেকে মার্কেট করার মতো উপযোগী খেলোয়াড়। সমর্থকরা ওকে ভালবাসে। সবাই চায় ওর ব্যাটিং বা ওকে ফিল্ডিং করতে দেখতে। ও খেলার অর্থ হল সেই ম্যাচে স্পনসরের ঢল নামা। বাকি বোর্ডেগুলিও তো বিরাট কোহলির সৌজন্যে অনেক অর্থ উপার্জন করেছে। তবে বিসিসিআইকে এবার বসে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। সিদ্ধান্ত নিতে হবে যে কোহলি আদৌ এখন ভারতীয় দলে খেলার যোগ্য কি না। নির্বাচকদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়াটা জুরুরি।'


পানেসার সতর্ক করেন যে অফ ফর্মের কোহলিকে খেলালে বিসিসিআই অর্থ আর্থিক দিক থেকে ফুলে ফেপে উঠবে, তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা ধাক্কা খেতে পারে। 'বড় বড় টুর্নামেন্ট বা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে দলে রাখলে আর্থিক যে লাভই তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তার ফলে কী ওদের (ভারতের) বিশ্বকাপ জয়ের সুযোগ ক্ষতিগ্রস্ত হবে না? বর্তমানে এটাই সবথেকে বড় প্রশ্ন। কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার জন্য এই সিদ্ধান্তটা কিন্তু ভীষণ কঠিন হতে চলেছে।' দাবি ইংল্যান্ড প্রাক্তনীর।


আরও পড়ুন: রানের খরা সত্ত্বেও কোহলিই সেরা, মত ইংল্যান্ড অধিনায়ক বাটলারের