মুম্বই: দেখতে দেখতে ৩১ বছর কেটে গিয়েছে। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এক বিস্ময় বালকের। ক্রিকেটবিশ্ব যাকে পরবর্তীতে চিনবে সচিন রমেশ তেন্ডুলকর নামে। এবং, ২০১৩ সালে এই ১৫ নভেম্বরই শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন কিংবদন্তি। এই বিশেষ দিনে মাস্টার ব্লাস্টারকে ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

১৯৮৯ সালে করাচিতে এ দিনই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। পরের ২৪ বছর বিশ্বক্রিকেটকে ব্যাট হাতে শাসন করেছেন। ২০১৩ সালের ১৫ নভেম্বরই আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বারের মতো ব্যাট করতে নেমেছিলেন তিনি। রবিবার সোশ্যাল মিডিয়ায় সচিনের প্রথম ও শেষ আন্তর্জাতিক ম্যাচের ছবি পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে লেখা হয়েছে, ‘এই দিনে ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। ২০১৩ সালে এই দিনই কিংবদন্তি শেষবারের মতো টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমেছিলেন। বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ’।



করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৫ রান করেছিলেন সচিন। আর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেরিয়ারের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সচিনের ব্যাটে এসেছিল ৭৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করেছেন সচিন। তার মধ্যে টেস্টে শতরানের সংখ্যা ৫১। ওয়ান ডে-তে ৪৯। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর মোট রান যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬। কেরিয়ারে মোট ৬টি বিশ্বকাপ খেলেছেন মাস্টার ব্লাস্টার। ২০১১ সালে জিতেছেন বিশ্বকাপ।