কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা তথা গোটা দেশ। কিংবদন্তির মৃত্যুতে শোকবার্তা আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবার সৌমিত্রবাবুর প্রয়াণে বাংলায় শোকবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।



মোদি ট্যুইট করেছেন, ‘শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।’ বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী।



অমিত শাহ-ও মোদির মতোই তিন ভাষায় ট্যুইট করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় ট্যুইট করেছেন, ‘কিংবদন্তি সৌমিত্র চ্যাটার্জীর মৃত্যু সংবাদ পেয়ে আমি মর্মাহত। প্রবাদপ্রতিম অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্রকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। তাঁর মৃত্যুতে ভারতীয় রুপোলি পর্দা একটি রত্ন হারালো। তাঁর পরিবার এবং অগণিত অনুরাগীরদের প্রতি আমার সমবেদনা রইলো। ওম শান্তি শান্তি শান্তি।’