কলকাতা: সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলে দু’জন আলাদা অধিনায়ক রাখতে রাজি হননি নির্বাচকরা। কারণ, তার ফলে সমস্যা হতে পারত। সেই কারণেই বিরাট কোহলিকে ভারতের একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ এমনই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ জানিয়েছেন, ‘আমরা বিরাটকে টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে না যাওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু ও অধিনায়ক থাকতে চায়নি। তারপর নির্বাচকরা ঠিক করেন, সাদা বলের দুই ফর্ম্যাটে দু’জন অধিনায়ক রাখা ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে বিরাটের সঙ্গে কথা বলেছি। দল নির্বাচন কমিটির চেয়ারম্যানও বিরাটের সঙ্গে কথা বলেছেন।’

বিসিসিআই সভাপতি আরও জানিয়েছেন, ‘অধিনায়ক হিসেবে বিরাটেরক রেকর্ড আমাদের মাথায় ছিল। কিন্তু রোহিতও (শর্মা) যে কয়েকটি একদিনের ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, সেগুলিতে ওর রেকর্ডও দেখতে হবে। ওর রেকর্ড খুব ভাল। কী আলোচনা হয়েছে বা নির্বাচকরা কী বলেছেন, সে বিষয়ে আমি এর বেশি কিছু বলতে পারব না। তবে বিরাটকে একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রাথমিক কারণ হল, সাদা বলের ফর্ম্যাটে দু’জন অধিনায়ক রাখা যাবে না। বিরাট এটা মেনে নিয়েছে।’

টি-২০ বিশ্বকাপের আগেই বিরাট ঘোষণা করেছিলেন, তিনি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে আর জাতীয় দলের অধিনায়ক থাকবেন না। সেই কারণে টি-২০ বিশ্বকাপের পর বিরাটের বদলে রোহিতকে অধিনায়ক করা হয়। অধিনায়ক হওয়ার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলকে ৩-০ জেতান রোহিত। এবার তাঁকেই একদিনের দলেরও অধিনায়ক করা হল।

টি-২০ ও একদিনের দলের অধিনায়ক করার পাশাপাশি টেস্ট দলের সহ-অধিনায়কও করা হয়েছে রোহিতকে। এতদিন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক ছিলেন অজিঙ্কা রাহানে। কিন্তু নির্বাচকরা বুঝিয়ে দিয়েছেন, তাঁরা ভবিষ্যতে টেস্ট দলের অধিনায়ক হিসেবেও রোহিতকে দেখছেন। সেই কারণেই তাঁকে এই জায়গা দেওয়া হল। 

সৌরভ আশা প্রকাশ করেছেন, রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ভাল খেলবে এবং সাফল্য পাবে।