কলকাতা: হাসপাতাল থেকে বুকে আরও দুটি স্টেন্ট বসানোর পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাবনা জুড়ে রয়েছে ক্রিকেট, মন পড়ে আছে ক্রিকেট মাঠেই। তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়ার মাটিতে ক্যাঙ্গারু-বাহিনীর পেস-স্পিনে সমৃদ্ধ বোলিংকে ভোঁতা করে বিরাট-হীন অজিঙ্কা রাহানে বাহিনী ২-১ ফলে বর্ডার-গাওস্কর সিরিজ জিতে মাথা উঁচু করে ঘরে ফেরায় দেশের ক্রিকেট মহল খুশিতে উদ্বেল। তিনি বোর্ডের মাথায় থাকাকালে বিদেশের মাঠে কয়েকজন আনকোরা ক্রিকেটার তেরঙ্গার মর্যাদা অটুট রেখেছেন। বোর্ড প্রেসিডেন্ট হিসাবে রাহানে বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
সামনেই ইংল্যান্ড সিরিজ। এবার ঘরের মাঠে সেরার শিরোপা ধরে রাখার লড়াই। ইতিমধ্যেই ভারতীয় দলকে চাঙ্গা করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেদিন ভারত ব্রিসবেনের গাব্বায় ৩ উইকেটে টিম পেইন বাহিনীকে হারায়, সেদিন ট্যুইট করে তাঁদের প্রশংসায় ভরিয়ে দেন তিনি।


রবিবারের মন কী বাত ভাষণেও ফের ভারতীয় ক্রিকেট টিমকে অস্ট্রেলিয়ায় অসাধারণ টিম স্পিরিট, কঠিন লড়াইয়ের মাধ্যমে অসাধারণ ঢঙে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ মাসে ক্রিকেটের ময়দান থেকে সুখবর পেয়েছি আমরা। প্রাথমিক পর্বে হোঁচট খাওয়ার পরও ভারতীয় টিম দুর্দান্ত ভাবে ফিরে এসে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে। আমাদের টিমের কঠোর পরিশ্রম ও টিমওয়ার্ক অনুপ্রেরণা দেয়।
প্রধানমন্ত্রীকে এজন্য় কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ। প্রধানমন্ত্রীর আজকের মন কী বাত শোনা পর তিনি ট্যুইট করেছেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট টিমের পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়ে অভিনন্দন জানানোয় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা।


রবিবারই অ্যাপোলো হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন সৌরভ। সম্প্রতি বাড়িতে জিম করার সময় আচমকা ব্ল্য়াক আউট হয় তাঁর। প্রথম দফায় তাঁকে কয়েকদিন উডল্যান্ডস হাসপাতালে রেখে চিকিত্সা করা হয়। তাঁকে দেখতে আসেন হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ দেবী শেট্টি। সৌরভের হার্টে ব্লকেজ ধরা পড়ে। সেসময় একটি স্টেন্ট বসানো হয়। তিনি বাড়ি ফেরেন সুস্থ হয়ে। কিন্তু দিনকয়েক আগে ফের বুকে ব্যথা অনুভব করায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এবার তাঁকে ছেড়ে দিয়ে বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন ডাক্তাররা।