মুম্বই: গত প্রায় দেড় মাস ধরে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে চর্চিত নামের একজন যদি বিরাট কোহলি, তো অন্যজন সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly)। বোর্ডের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই সৌরভ-বিরাট দ্বন্দ্বের আঁচ পাওয়া যাচ্ছিল। কোথাও একটা সেই ঠাণ্ডা লড়াইয়ের পরিসমাপ্তি হয়েছে গতকাল বিরাট (virat kohli) টেস্টের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর। কিন্তু তবুও কেন বোর্ড সভাপতির পক্ষ থেকে কোনো বার্তা আসছে না, তা নিয়েই সবার কৌতূহল ছিল। অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট ট্যুইটারে অবসরের কথা ঘোষণা করেছিলেন সন্ধে ৬.৪৫-এ। সৌরভ ১২.৪৭ নাগাদ ট্যুইট করেন। নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাটকে দুর্দান্ত ক্রিকেটার আখ্যা দিয়ে তিনি লেখেন, ''বিরাটের নেতৃত্বে ভারতীয় দল প্রতিটি ফরম্যাটে উন্নতি করেছে। ওর সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত। বিসিসিআই ওর সিদ্ধান্তকে সম্মান জানায়। আশা করব, ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিরাট টিম ইন্ডিয়াকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে। ও দারুণ একজন ক্রিকেটার। ওয়েল ডান বিরাট।"


 






তবে কোহলির সিদ্ধান্তের জন্য যেন তৈরিই ছিল বোর্ড। কারণ, কোহলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সামান্য পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে পাল্টা ট্যুইট করে তাঁকে ধন্যবাদ জানানো হল। যেখানে, তিনি টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর বোর্ড থেকে ধন্যবাদ জ্ঞাপনের সৌজন্য সারতে সময় লেগেছিল প্রায় ২৪ ঘণ্টা। শোনা যাচ্ছে, শনিবার সকালেই ফোনে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও সচিব জয় শাহর সঙ্গে কথা বলেন কোহলি। তাঁদেরকে নিজের সিদ্ধান্তের কথা জানান। সূত্রের খবর, সেই বৈঠকে কোহলির সিদ্ধান্ত শুনে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সেভাবে জোর করেননি কেউই। 


এদিকে, অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করার দিন বিরাট কোহলির (Virat Kohli) ভূয়সী প্রশংসা করলেন স্যার ভিভ রিচার্ডস (Viv Richards)। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করেন ভিভ। বিরাটের বিবৃতির ছবি পোস্ট করে লেখেন 'ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তোমার অসাধারণ পারফরম্যান্সের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। এখন পর্যন্ত তুমি যা যা অর্জন করতে পেরেছ তার জন্য তোমার গর্বিত হওয়া উচিত। আমি নিশ্চিতভাবেই বলতে পারি ভারতীয় অধিনায়কদের তালিকায় তোমার নাম সবার উপরে থাকবে।'


এদিকে বিরাটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া কু-তে আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ। তিনি লেখেন, ''টেস্ট অধিনায়ক হিসেবে তোমার অনবদ্য সাফল্যের জন্য অভিনন্দন। নম্বর কখনো মিথ্যে কথা বলে না। তুমি শুধু ভারতেরই নয়, বিশ্বের অন্যতম সেরা টেস্ট অধিনায়কদের মধ্যে একজন। আগামী দিনগুলোয় ব্যাটার হিসেবে আক্রমণাত্মক বিরাটকে দেখার অপেক্ষায় রইলাম।''