নয়াদিল্লি: ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ও আর্থিকভাবে লাভবান টি-২০ প্রতিযোগিতা আইপিএল চলাকালীন যাবতীয় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রাখার উদ্যোগ নিল বিসিসিআই। সিঙ্গাপুরে এ মাসের ৭ ও ৮ তারিখ হওয়া আইসিসি-র বৈঠকে এই প্রস্তাব দিয়েছে বিসিসিআই। ২০২০ থেকে আইপিএল চলাকালীন এপ্রিল ও মে মাসে কোনও দ্বিপাক্ষিক সিরিজ না খেলার জন্য অন্যান্য ক্রিকেট বোর্ডগুলিকে অনুরোধ জানিয়েছে বিসিসিআই। একমাত্র ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড এখনও এই প্রস্তাবে রাজি হয়নি। বাকি সব বোর্ডই বিসিসিআই-এর প্রস্তাব মেনে নিয়েছে। ফলে ২০২০ থেকেই আইপিএল-এ চোটমুক্ত সব তারকাকে পাওয়া যাবে বলে আশাবাদী বিসিসিআই।
বিসিসিআই-এর আধিকারিক বলেছেন, ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে নতুন ক্রীড়াসূচি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট হবে। সেই কারণে এখন থেকেই আইপিএল-কে একমাত্র আন্তর্জাতিক মার্কি প্রতিযোগিতা করে তোলার উদ্যোগ নিয়েছে বিসিসিআই। সোমবার বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে আলোচনা হবে। ইংল্যান্ডে ক্রিকেট মরশুম শুরু হয় জুন থেকে। তাই বিসিসিআই-এর আশা, ইসিবি শেষপর্যন্ত আইপিএল-এর সময় দ্বিপাক্ষিক সিরিজ না খেলার প্রস্তাব মেনে নেবে।
সম্প্রতি ভারতের অধিনায়ক বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ভারতের কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও এ বিষয়ে বিরাটকে সমর্থন করেছেন। এরপরেই বিসিসিআই ক্রীড়াসূচি সংস্কারের কথা জানিয়েছে। আইসিসি-র বৈঠকে বিসিসিআই জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে অক্টোবর-নভেম্বর ও ফেব্রুয়ারি-মার্চে অ্যাওয়ে সিরিজ খেলবে না ভারত। তবে ২০১৮ সালে ঘরের মাঠে একটিও সিরিজ খেলবে না ভারত।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
২০২০ থেকে আইপিএল চলাকালীন বন্ধ থাকুক আন্তর্জাতিক ক্রিকেট, প্রস্তাব বিসিসিআই-এর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2017 06:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -