বিসিসিআই-এর আধিকারিক বলেছেন, ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে নতুন ক্রীড়াসূচি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট হবে। সেই কারণে এখন থেকেই আইপিএল-কে একমাত্র আন্তর্জাতিক মার্কি প্রতিযোগিতা করে তোলার উদ্যোগ নিয়েছে বিসিসিআই। সোমবার বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে আলোচনা হবে। ইংল্যান্ডে ক্রিকেট মরশুম শুরু হয় জুন থেকে। তাই বিসিসিআই-এর আশা, ইসিবি শেষপর্যন্ত আইপিএল-এর সময় দ্বিপাক্ষিক সিরিজ না খেলার প্রস্তাব মেনে নেবে।
সম্প্রতি ভারতের অধিনায়ক বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ভারতের কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও এ বিষয়ে বিরাটকে সমর্থন করেছেন। এরপরেই বিসিসিআই ক্রীড়াসূচি সংস্কারের কথা জানিয়েছে। আইসিসি-র বৈঠকে বিসিসিআই জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে অক্টোবর-নভেম্বর ও ফেব্রুয়ারি-মার্চে অ্যাওয়ে সিরিজ খেলবে না ভারত। তবে ২০১৮ সালে ঘরের মাঠে একটিও সিরিজ খেলবে না ভারত।