কলকাতা: পাঁচ বছর আগে, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি এখনও সকলের মনে টাটকা। ইডেনে সেই রুদ্ধশ্বাস ফাইনাল। বেন স্টোকসের শেষ ওভারে অবিশ্বাস্য ছক্কার প্রদর্শনী কার্লোস ব্র্যাথওয়েটের। ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়ন হওয়া। তারপর ইডেন জুড়ে ডি জে ব্র্যাভোর গানে নাচ।

Continues below advertisement

ফের ইডেনে ফিরতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরুতে ৬ ভেন্যু নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯টিতে। গত সপ্তাহে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আর বিশ্বস্ত সূত্রের খবর, ৯টি কেন্দ্রে মধ্যে রয়েছে ইডেনের নাম। আইসিসি-র কাছে ইতিমধ্যে ৯টি মাঠের নাম পাঠিয়েও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোর্ডের অ্য়াপেক্স কাউন্সিলের ভার্চুয়াল সভার সিদ্ধান্ত অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্য ম্যাচগুলো হবে মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লখনউয়ে। কেন্দ্রগুলির প্রস্তুতি নিয়ে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘আমরা ৯টি ভেন্যুকে প্রস্তুত থাকতে বলেছি। করোনা অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে সবাইকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।’

Continues below advertisement

ওই সভায় পাকিস্তানের ভিসা সংক্রান্ত জটিলতাও কেটে গিয়েছে বলে সূত্রের খবর। ভারত সরকার পাকিস্তান দলকে ভিসা দেওয়া নিয়ে আশ্বাস দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর। অ্যাপেক্স কাউন্সিলের সভা শেষ সংবাদসংস্থা পিটিআই-কে তেমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সদস্য। তিনি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভিসা সংক্রান্ত ঝামেলা মিটে গিয়েছে। তবে পাক ক্রিকেট সমর্থকরা ভারতে এসে ম্যাচ দেখার সুযোগ পাবেন কি না, সেটা এখনও পরিষ্কার নয়।’ এখনও পর্যন্ত যা খবর, এবং যেভাবে অতিমারি পরিস্থিতি ফের ভয়াবহ হচ্ছে, তাতে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ হতে পারে।পাকিস্তান ক্রিকেটারদের ভিসা সমস্যা নিয়ে জটিলতা কাটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তারপরই ভিসা জট কেটেছে বলে মনে করা হচ্ছে।