অর্জুন পুরস্কারের জন্য বুমরাহ,সামি, জাডেজা ও পুনমের নাম সুপারিশ করল বিসিসিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2019 02:44 PM (IST)
অর্জুন পুরস্কারের জন্য ভারতীয় দলের পেসার মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজা ও মহিলা দলের ক্রিকেটার পুনম যাদবের নাম সুপারিশ করল বিসিসিআই। দিল্লিতে বোর্ডের সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নয়াদিল্লি: অর্জুন পুরস্কারের জন্য ভারতীয় দলের পেসার মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজা ও মহিলা দলের ক্রিকেটার পুনম যাদবের নাম সুপারিশ করল বিসিসিআই। দিল্লিতে বোর্ডের সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ বছরের বুমরাহ তিন ফর্ম্যাটের ক্রিকেটেই ভারতীয় দলের সদস্য। আগামী বিশ্বকাপে ভারতীয় দলের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তিনি। ভারতের বোলিং আক্রমণের অন্যতম হাতিয়ার সামিও। অন্যদিকে, জাডেজা একদিনের দলে কামব্যাক করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ভারতীয় মহিলা দলের ২৭ বছরের লেগ স্পিনার পুনম ৪১ একদিনের ম্যাচে ৬৩ এবং ৫৪ টি ২০ ম্যাচে ৭৪ উইকেট দখল করেছেন।