মুম্বই: আজ, মঙ্গলবারই, মুম্বইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (BCCI AGM) সৌরভ জমানার অবসান ঘটেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বদলে সরকারিভাবে নতুন বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা রজার বিনি। সৌরভের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও, তা বাড়ানো হয়নি। বিসিসিআইয়ের কোনও পদেই নেই সৌরভ। তবে পরিসংখ্যানের বিচারে সৌরভের তিন বছর বোর্ড সভাপতি থাকার সময়ে বোর্ডের শ্রীবৃদ্ধির (BCCI Income) অঙ্ক দেখলে চোখ কপালে উঠতে বাধ্য।
বিসিসিআইয়ের শ্রীবৃদ্ধি
সৌরভের বিসিসিআই সভাপতি থাকার সময়কালে বিসিসিআইয়ের প্রায় ছয় হাজার কোটি টাকা শ্রীবৃদ্ধি হয়েছে। তিন বছর আগে বিসিসিআইয়ের কোষাগারে ৩৬৪৮ কোটি ছিল। সাধারণ সভায় বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমল (Arun Dhumal) জানান, তা বেড়ে বর্তমানে ৯৬২৯ কোটি হয়েছে। বোর্ডের এত লাভ হওয়া সত্ত্বেও, শেষমেশ নিজের পদ ছাড়তে বাধ্যই হয়েছেন সৌরভ। বাড়ানো হয়নি তাঁর মেয়াদ। একমাত্র রজার বিনিই বিসিআইয়ের সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হলেন রজারই। সৌরভ শিবির অবশ্য তাকিয়েছিল তাঁকে আইসিসিতে পাঠানো হয় কি না, সেইদিকে। তবে, মঙ্গলবারের বৈঠকে এই নিয়ে কোনও আলোচনাই হল না।
সিএবির মসনদে সৌরভ?
শুধুমাত্র আলোচনা হল আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসাবে কে যাবেন সেই নিয়ে। তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি। আইসিসির নির্বাচন নভেম্বরে অনুষ্ঠিত হবে। তাঁর আগে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর। ফলে ভারতীয় বোর্ড থেকে আইসিসির চেযারম্যান পদে যে কেউ লড়বেন না, তা বলাই চলে। সেক্ষেত্রে বর্তমান চেয়ারম্যান জর্জ বার্কলেকে আরও একটি মেয়াদকাল (দুই বছর) সমর্থন করার পথেই হাঁটতে পারে বিসিসিআই। যে ইঙ্গিত আগেই দিয়েছিল এবিপি লাইভ।
মঙ্গলবার দুপুরের পর থেকে সৌরভ অনুরাগীদের মনে প্রশ্ন দাদার কী হবে। সৌরভ-ঘণিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল সিএবি সভাপতি (CAB President) পদেই লড়বেন তিনি। তাঁর আইসিসিতে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। সিএবি সভাপতি হিসাবেই পরের তিন বছর দেখা যেতে পারে সৌরভকে। সিএবিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২২ অক্টোবর। মনে করা হচ্ছে তার মধ্যেই নিজের মনোনয়ন জমা দেবেন সৌরভ। সিএবিতে যতই সৌরভ বিরোধী হাওয়া বইতে শুরু করুক না কেন, সভাপতি পদে সৌরভ লড়াই করলে, তাঁর জয় নিশ্চিত, এমনটা বলাই যায়। তবে বাকি পদে কারা থাকেন, সেই নিয়ে জোর জল্পনা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করলেন কার্তিক, তাও হারল আমিরশাহি