লিডস: শ্রীলঙ্কা ম্যাচের দিন লিডসের হেডিংলি স্টেডিয়ামের মাথার ওপর আকাশে বিমানের লেজে ভারত-বিদ্বেষী ব্যানারের ওড়ার ঘটনাকে হাল্কাভাবে নিচ্ছে না বিসিসিআই। দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারতীয় বোর্ড আইসিসি-কে নিজেদের উষ্মা ও উদ্বেগের কথা জানিয়েছে। গোটা ঘটনায় বিব্রত আন্তর্জাতিক ক্রকেট কাউন্সিল।
শনিবার, ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই একটি বিমানের লেজের সঙ্গে একটি ঝুলন্ত ব্যানার উড়তে দেখা যায়। সেখানে লেখা ছিল ‘জাস্টিস ফর কাশ্মীর’ শব্দপুঞ্জ। আধ-ঘণ্টা পর, ফের একই ধরনের বিমানের পেছনে আরেকটি ব্যানার ছিল। তাতে লেখা ছিল ‘ইন্ডিয়া স্টপ জেনোসাইড, ফ্রি কাশ্মীর’। এরপর, ভারতীয় ইনিংসের মাঝামাঝি সময়, তৃতীয়বারের জন্য একটি বিমানকে একইভাবে ব্যানার নিয়ে উড়তে দেখা যায়। তাতে লেখা ছিল, ‘হেল্প এন্ড মব লিঞ্চিং’।
এই ঘটনার প্রেক্ষিতে প্রচণ্ড ক্ষুব্ধ ভারতীয় বোর্ড। আইসিসি-কে চিঠি লিখে তারা জানায়, এটা মেনে নেওয়া যায় না। যদি এই ধরনের ঘটনা সেমিফাইনালে ঘটে, তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্ব অপরিসীম।
ভারতের পাশাপাশি, পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের দিনও মাঠের ওপর দিয়ে বিমানের নীচে একইভাবে ব্যানার ঝুলতে দেখা যায়। সেখানে আবার পাক-বিদ্বেষী মন্তব্য লেখা ছিল। ব্যানারে বালোচিস্তান ইস্যু নিয়ে মন্তব্য করা হয়েছিল। পাশাপাশি, স্টেডিয়ামে দুই দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি হলে, তাঁদেরকে বের করে দেওয়া হয়।
এদিকে, এই দুই ঘটনায় যথেষ্ট বিব্রত আইসিসি। ১০ দিনের মধ্যে দু-দুবার একই ধরনের ঘটনা ঘটায় তারা নিজেদের হতাশা চেপে রাখেনি। একটি বিবৃতি প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, রাজনৈতিক ও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে আইসিসি-র। তা সত্ত্বেও এধরনের ঘটনা ঘটা দুঃখজনক। তারা আশ্বাস দিয়েছে, সেমিফাইনালের দিনগুলিতে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ও বার্মিংহ্যামের এজবাস্টনকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হবে।
আকাশে ভারত-বিদ্বেষী ব্যানার, আইসিসিকে চিঠি ক্ষুব্ধ বিসিসিআই-এর
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jul 2019 07:59 PM (IST)
শনিবার, ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই একটি বিমানের লেজে সঙ্গে একটি ঝুলন্ত ব্যানার উড়তে দেখা যায়। সেখানে লেখা ছিল ‘জাস্টিস ফর কাশ্মীর’ শব্দপুঞ্জ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -