মুম্বই: দিনকয়েক আগেই আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের (ICC WC 2023) সূচি প্রকাশিত হয়েছে। ৫ অক্টোবর, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচের মাধ্যমে এ বারের বিশ্বকাপের সূচনা হবে। এবারের বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ভারতের একটি গ্রুপ পর্বের ম্যাচ ও একটি সেমিফাইনাল মিলিয়ে মোট পাঁচটি ম্য়াচ আয়োজিত হবে। তবে বিশ্বকাপের ম্য়াচ আয়োজনের মাশুল দিতে হতে পারে ইডেনকে।


খবর অনুযায়ী, একা ইডেন নয়, বরং বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী ১০টি মাঠের কোনটিই আসন্ন ক্রিকেট মরশুমে ভারতীয় দলের ম্যাচ আয়োজন করবে না। ২৬ জুন বিশ্বকাপের সূচি ঘোষণার আগেই মুম্বইয়ে এক আলোচনা সভায় বিসিসিআই সভাপতি জয় শাহ নাকি (Jay Shah) বিশ্বকাপ আয়োজনকারী সকল ইউনিটগুলিকেই এবারের বিশ্বকাপের পরে এ মরশুমে দ্বিপাক্ষিক ম্যাচগুলির আয়োজন ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।শোনা যাচ্ছে  ১২টি মাঠের কর্তৃপক্ষরাই (প্রস্তুতিপর্বের ম্যাচ আয়োজনকারী দুইটি মাঠসমেত) এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন।


ক্যারিবিয়ান সফরের পর ভারতীয় দল আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তারপর এশিয়া কাপ। এরপরেই ভারত-অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে এদেশে একটি সিরিজ খেলবে। আফগানিস্তানের বিরুদ্ধেও খেলার সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। এছাড়া পরের বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, বাংলাদেশের বিরুদ্ধে দুই ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবেন রোহিত শর্মারা। এই ম্যাচগুলিই বাকি মাঠগুলির জন্য ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।


এবারের বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলি ইডেনের পাশাপাশি, মুম্বই, ধরমশালা, দিল্লি, চেন্নাই, লখনউ, পুণে, বেঙ্গালুরু হায়দরাবাদ ও আমদাবাদে খেলা হবে। খবরগুলি প্রস্তুতি পর্বের ম্যাচগুলি খেলা হবে তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে। সুতরাং, রিপোর্ট যদি সত্যি হয় তাহলে বিশ্বকাপের পর ইডেন আর এ মরশুমে কোনও ম্যাচ পাবে না। সেক্ষেত্রে বিশ্বকাপের ম্যাচ না পাওয়া মোহালি, ইনদওর, নাগপুরের মতো মাঠগুলি ভারতের দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলি পাবে।


দরজায় কড়া নাড়ছে ওয়ান ডে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে বসছে ওয়ান ডে বিশ্বযুদ্ধ। খেলা হবে মোট ১০ কেন্দ্রে। তার আগে মাঠ ও স্টেডিয়াম সংস্কারের কাজের জন্য প্রত্যেক কেন্দ্রকে বিরাট অঙ্কের আর্থিক অনুদান দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, যে ১০ কেন্দ্রে বিশ্বকাপের ম্যাচ আয়োজন হবে, তাদের প্রত্যেককে ৫০ কোটি টাকা করে অনুদান দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম, কর্পোরেট বক্স, শৌচালয়-সহ গোটা পরিকাঠামোর উন্নয়নে। সমান অঙ্কের টাকা দেওয়া হবে তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিকেও। যেখানে ওয়ার্ম আপ ম্যাচ আয়োজিত হবে। ইতিমধ্যেই ইডেন গার্ডেন্স, ধরমশালা, ওয়াংখেড়ের মতো স্টেডিয়ামে জোর কদমে চলছে সংস্কারের কাজ। দ্রুত সেই কাজ শেষ করার কথা বলা হয়েছে বোর্ডের তরফে।


এর আগে কখনও বিশ্বকাপের আয়োজনের জন্য কোনও রাজ্য ক্রিকেট সংস্থাকে এত বড় অঙ্কের অনুদান দেয়নি বোর্ড। সেদিক থেকে দেখতে গেলে জয় শাহদের কমিটি উদাহরণ তৈরি করল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?