কলকাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। ১৮ ও ২১ মার্চ হবে ম্যাচদুটি। মুখোমুখি হবে বিশ্ব একাদশ ও এশীয় একাদশ। ওই দুই ম্যাচে এশীয় একাদশের হয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিরাট কোহলি, মহম্মদ শামি, শিখর ধবন ও কুলদীপ যাদব। ভারতীয় বোর্ড থেকে এই চারজনের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলে বোর্ড সূত্রে খবর।
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ম্যাচদুটি। বোর্ডের এক সূত্র থেকে জানা গিয়েছে, প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এই চারজন ক্রিকেটারের নাম পাঠিয়ে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটারদের কাকে কাকে পাওয়া যেতে পারে সেই তালিকা খতিয়ে দেখে এই নামগুলো পাঠিয়েছে সৌরভ। এশীয় একাদশে কোহলি, শামি, ধবন ও কুলদীপ আমাদের প্রতিনিধিত্ব করবে।’
শুরুতে অবশ্য ক্রিকেটার পাঠানো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কারণ পাকিস্তানের ক্রিকেটারেরা খেললে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত ছিল। সূত্রের খবর, বিসিবি থেকে জানানো হয়েছে যে, পাকিস্তানের কোনও ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তারপরই কোহলিদের পাঠানোর সিদ্ধান্ত নেয় বোর্ড।
যদিও পাক বোর্ড থেকে জানানো হয়েছে যে, ভারতীয় বোর্ডের আপত্তিতে নয়, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলবে বলেই সেই সময় ক্রিকেটারদের ছাড়া যাবে না।
এশীয় একাদশের হয়ে ঢাকায় বিশ্ব একাদশের বিরুদ্ধে খেলবেন কোহলি-শামি-ধবন-কুলদীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Feb 2020 12:22 PM (IST)
পাক বোর্ড থেকে জানানো হয়েছে যে, ভারতীয় বোর্ডের আপত্তিতে নয়, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলবে বলেই সেই সময় ক্রিকেটারদের ছাড়া যাবে না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -