নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার হেড কোচ কে হবেন- রবি শাস্ত্রী, না অনিল কুম্বলে? এই দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার ব্যাপারে টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির মতামত জানতে চেয়েছে বোর্ড। এমনটাই সূত্রের খবর। আজই হেড কোচের ব্যাপারে চূ়ড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত বোর্ডের অ্যাডভাইসরি কমিটি গতকাল কলকাতায় চূড়ান্ত বাছাই ছয় প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে।


কুম্বলে, শাস্ত্রী, প্রবীণ আমরে, লালচাঁদ রাজপুত, টম মুডি, স্টুয়ার্ট ল তাঁদের প্রেজেন্টেশন এবং ভারতীয় দলের জন্য ভবিষ্যত রোড ম্যাচ দিয়েছেন। শেষপর্যন্ত শাস্ত্রী ও কুম্বলেই দৌড়ে রয়েছেন। সূত্রের খবর, চূড়ান্ত রাউন্ডে এগিয়ে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীই এগিয়ে।

এরপর শাস্ত্রী ও কুম্বলের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়ার জন্য কোহলির মত জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, আজকের মধ্যেই কোহলিকে তাঁর মত জানাতে হবে।

গতকালের ইন্টারভিউতে প্রার্থীদের কাছে মূলত দুটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। ১) কেন আপনাকে দলের দায়িত্ব দেওয়া হবে? ২)দলকে বিদেশে মাটিতে জয়ের পেতে আপনি কীভাবে সাহায্য করতে পারেন?

সূত্রের খবর, প্রার্থীদের মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়কে কুম্বলের প্রেজেন্টেশন ও রোডম্যাপই পছন্দ হয়েছে অ্যাডভাইসারি কমিটির।উল্লেখ্য, কমিটির তিন সদস্যই কুম্বলের সহ খেলোয়াড় ছিলেন।

শাস্ত্রী ভিডিও কনফারেন্সে তাঁর প্রেজেন্টেশন দেন। সেখানে তিনি টিম ডিরেক্টর হিসেবে তাঁর ২০ মাসের অভিজ্ঞতার কথা জানান। তাঁর অধীনে টেস্টে ভারতের ফল চোখধাঁধানো না হলেও ভালোই ছিল। যদিও টিম ডিরেক্টর হিসেবে একদিনের ক্রিকেট এবং টি-২০ তে প্রত্যাশা অনুযায়ী ফল দেখাতে পারেননি শাস্ত্রী। দুটি টুর্নামেন্টেই সেমিফাইনাল পর্যন্ত গিয়েই শেষ হয় ভারতীয় দলের অভিযান।

শাস্ত্রীর সঙ্গে কোহলির  সম্পর্ক দারুন। কিন্তু সূত্রের খবর, অ্যাডভাইসরি কমিটি কুম্বলের পক্ষেই মত দিয়েছে। তাছাড়া, বোর্ডের কয়েকজন আধিকারিকও কুম্বলের পক্ষেই রয়েছেন।