কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট পদ ছাড়তে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। তাঁর পরিবর্তে প্রেসিডেন্ট হতে পারেন কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। ২০১৯ সালের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছিলেন সৌরভ। পরের তিন বছরে তিনি নিয়েছেন বেশ কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। সেরকমই তিনটি সিদ্ধান্ত এক ঝলকে দেখে নেওয়া যাক।                                                                                                                       


১. গোলাপি বলে দিন-রাতের টেস্ট: বিশ্বের বিভিন্ন দেশ খেলতে শুরু করে দিলেও ভারত নৈশালোকে গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলত না। সৌরভই উদ্যোগ নিয়ে ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করেন। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপ বলে টেস্ট খেলে বিরাট কোহলির ভারত। সেই ম্যাচে বিরাট সেঞ্চুরিও করেছিলেন।             


২. কোভিড কাঁটা কাটিয়ে আইপিএল: করোনা অতিমারির মধ্যেও দু-দুটো আইপিএল করা ছিল বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সৌরভের অন্যতম বড় চ্যালেঞ্জ। ২০২০ সালের পুরো আইপিএল করা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২১ সালে আইপিএল দেশের মাটিতে করার চেষ্টা হলেও করোনার হানায় তা স্থগিত হয়ে যায়। পরে ফের সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে গিয়ে শেষ করা হয় টুর্নামেন্ট।                                                                                                                            


৩. ঘরোয়া ক্রিকেটারদের ফি বৃদ্ধি: বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সৌরভের অন্যতম বড় সিদ্ধান্ত ঘরোয়া ক্রিকেটারদের ফি বৃদ্ধি করা। যা বোর্ডের ইতিহাসে যুগান্তকারী একটা সিদ্ধান্ত হিসাবে থেকে যাবে।