কলকাতা: তিনি যে শুধু মাঠের অধিনায়ক হিসাবে সফল নন, মাঠের বাইরেও সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন, ফের একবার দেখিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনার বিরুদ্ধে যুদ্ধে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করছেন তিনি।


শনিবার তাঁর কেনা অক্সিজেন কনসেনট্রেটর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। সৌরভের অফিস থেকে এবিপি লাইভ-কে বলা হল, যেহেতু রবিবার থেকে রাজ্যে আংশিক লকডাউন, বিভিন্ন বিষয়ে কড়াকড়ি চালু করে দেওয়া হচ্ছে, তাই শনিবারই যুদ্ধকালীন তৎপরতায় যতগুলি বেশি সম্ভব হাসপাতাল ও সংগঠনের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হচ্ছে।


সৌরভের অন্যতম সহকারী তানিয়া ভট্টাচার্য বললেন, "দাদা একটি সংস্থার কাছ থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কিনেছেন। এবার সেগুলি দান করা হচ্ছে। আপাতত আমরা ৫০টি কনসেনট্রেটর বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিচ্ছি। এরপর আবার আনিয়ে আবার বিভিন্ন জায়গায় দান করা হবে।"




শনিবার বেহালার বিদ্যাসাগর হাসপাতালে দুটি কনসেনট্রেটর দান করা হয়েছে। রাজারহাটে একটি অক্সিজেন পার্লার হচ্ছে। সেখানে দুটি কনসেনট্রেটর দেওয়া হয়েছে। তানিয়া বললেন, "হুগলির চুঁচুড়ায় দুটি কনসেনট্রেটর পাঠানো হয়েছে। ওরা অক্সিজেন অন হুইল করে করোনা আক্রান্ত মানুষের দরজায় দরজায় জীবনদায়ী অক্সিজেন পৌঁছে দিচ্ছে। এছাড়া বেঙ্গল নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। ছেলেমেয়েরা কর্মসূত্রে বা অন্য কারণে বাইরে থাকে, এরকম নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের ওরা সাহায্য করে। তাদের হাতে একটি কনসেনট্রেটর দেওয়া হয়েছে।" 




সৌরভের নিজের কোমর্বিটি রয়েছে। মাসকয়েক আগে তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছিল এবং স্টেন্টিংও হয়। বর্তমানে ভয়াবহ করোনা পরিস্থিতিতে তিনি নিজে সব জায়গায় যেতে পারছেন না। তাই সাহায্য সমেত তাঁর টিমকে পাঠিয়ে দিচ্ছেন। সৌরভ বলছেন, "আমাদের আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে। যত বেশি সম্ভব হাসপাতালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।" সৌরভ তাঁর টিমকে বলে দিয়েছেন, নিশ্চিত করতে হবে যেন প্রত্যেকে চিকিৎসার সুযোগ পায়। যত বেশি সম্ভব হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেওয়া যায়।


করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে আইপিএল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সৌরভের বোর্ড। বহু আক্রান্ত মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বা নিদেনপক্ষে জীবনদায়ী অক্সিজেনও পাচ্ছেন না। জরুরি পরিস্থিতিতে ময়দানে নেমেছেন সৌরভও। কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটাই নিশ্চিত করার চেষ্টা করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।