নয়াদিল্লি: ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ক্রীড়াসূচি নিয়ে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করেছিলেন কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলি। ঘরের মাঠে টানা খেলার পর দক্ষিণ আফ্রিকা গিয়ে ভারতীয় দল টেস্ট সিরিজের আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সময় পায়নি। শুধু নেটে অনুশীলন করতে নেমে প্রথম দু’টি টেস্টেই হারে ভারতীয় দল। কোচ-খেলোয়াড়রা হারের জন্য প্রস্তুতির অভাবকেই দায়ী করেন। ইংল্যান্ড সফরের আগে যাতে একই পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক বিসিসিআই। সেভাবেই সূচি তৈরি করা হচ্ছে।

বিসিসিআই সূত্রে খবর, ৩ জুলাই থেকে টি-২০ সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও, জুনের প্রথম সপ্তাহ থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হবে। ভারতীয় দল ১০ দিন আগেই ইংল্যান্ডে পৌঁছে যাবে। টিম ম্যানেজমেন্ট এবং প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই মনে করছেন, ইংল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেটার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ বা ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডে ম্যাচ খেলা উচিত। তাই টেস্ট দলের ক্রিকেটারদের রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় এ দলে দেখা যেতে পারে।

বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, ‘একটি বিষয় পরিষ্কার, দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে যদি ভারতীয় দল অন্তত ১০ দিন থাকত, তাহলে ফল অন্যরকম হত। দল চাইছে, ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দলের সব ক্রিকেটার যেন তৈরি হওয়ার জন্য যথেষ্ট সময় পান। ইংল্যান্ডে আগামী বছরের বিশ্বকাপের আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যত বেশি সম্ভব ক্রিকেটারকে আগেভাগে ইংল্যান্ডে খেলতে পাঠানো হবে।’

ইংল্যান্ড সফরে ভারতীয় দল তিনটি টি-২০ ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে। টেস্ট সিরিজ শুরু হবে ১ অগাস্ট থেকে।