নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই। আজ এই ঘোষণা করা হয়েছে। আজ বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সংস্থাগুলিও করোনা মোকাবিলায় প্রশাসনকে সাহায্য করবে।

এর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, দুই প্রাক্তন অধিনায়ক সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিংহ ধোনি সহ অনেক ক্রীড়াব্যক্তিত্বই করোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন। এবার বিসিসিআই-ও সরকারকে সাহায্য করার কথা ঘোষণা করল।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১৯। সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে সব খেলা। এবারের আইপিএল হওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে। আইপিএল না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই।