ধর্মশালা: অধুনা বন্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ প্রতিযোগিতার বদলে এবার বিদেশের মাটিতে ‘মিনি আইপিএল’ আয়োজন করতে চলেছে বিসিসিআই। সেপ্টেম্বর মাসে এই প্রতিযোগিতা হবে। আইপিএল-এর আটটি দলই খেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র বা সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এই প্রতিযোগিতা।

 

এদিন কার্যনির্বাহী কমিটির বৈঠকের শেষে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর বলেছেন, মিনি আইপিএল-এ হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে না। সংক্ষিপ্ত আকারে হবে এই প্রতিযোগিতা। দু সপ্তাহের মধ্যেই খেলা শেষ করে ফেলা হবে। তবে এখনও এই প্রতিযোগিতার রূপরেখা চূড়ান্ত হয়নি।

 

২০০৯ সালে সাধারণ নির্বাচনের জন্য দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএল। ২০১৪ সালে একই কারণে আইপিএল-এর প্রথম দিকের ম্যাচগুলি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। এবার মিনি আইপিএল-ও বিদেশের মাটিতে হবে।

 

এদিনের বৈঠকে ভারতীয় দলের কোচ হিসেবে অনিল কুম্বলের নির্বাচিত হওয়াকে অনুমোদন করেছেন বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে একজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার একবারই বিশ্বকাপে খেলতে পারবেন। এছাড়া দুটি মরশুমের বেশি কেউ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলতে পারবেন না।

 

এবার থেকে রঞ্জি ট্রফির ম্যাচগুলি হবে নিরপেক্ষ মাঠে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির বদলে নতুন টি-২০ লিগ হবে। টেস্ট ক্রিকেটের প্রচারের জন্য আলাদা মার্কেটিং বাজেট করা হচ্ছে। সেরা ওয়েবসাইট, সেরা ফেসবুক পেজ, সেরা ট্যুইটার হ্যান্ডল, সেরা ইনস্টাগ্রাম, সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে বেশি পরিষেবা এবং কাজকর্মের জন্য রাজ্য সংস্থাগুলিকে বার্ষিক পুরস্কার দেওয়া হবে।