নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীকে মোটা অঙ্কের মাইনে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। তাঁর বেতন বতে পারে বছরে প্রায় আট কোটি টাকা।
জানা গেছে, শাস্ত্রীর পারিশ্রমিক নিয়ে বোর্ডের শীর্ষ কর্তারা সহমত হয়েছেন। তাঁরা মনে করছেন, আগের কোচ অনিল কুম্বলের তুলনায় অনন্ত এক কোটি টাকা বেশি মাইনে হওয়া উচিত শাস্ত্রীর। কুম্বলের বার্ষিক মাইনে ছিল সাড়ে ছয় কোটি টাকা।
উল্লেখ্য, শাস্ত্রীকে যে পরিমাণ মাইনে দেওয়ার সিদ্ধান্ত বোর্ড নিয়েছে আগের কোচ কুম্বলেও সেই পরিমাণ মাইনে বৃদ্ধির দাবি জানিয়েছিলেন।
দলের তিন অন্য কোচ ভরত অরুণ, আর শ্রীধর ও সঞ্জয় বাঙ্গারের মাইনে ২ থেকে ৩ কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় দলের দায়িত্ব গ্রহণের জন্য আইপিএলের মোটা টাকার চুক্তি ছাড়তে হওয়ায় যে ক্ষতি হয়েছে তা পূরণের কথা মাথায় রেখেই তাঁদের বেতন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রবি শাস্ত্রীকে বছরে প্রায় ৮ কোটি টাকা দেবে বোর্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jul 2017 08:24 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -