ওয়াশিংটন: সিকিম সেক্টরে ভারত ও চিনা সেনার মধ্যে সংঘাতের পরিস্থিতির মধ্যেই প্রাক্তন মার্কিন কূটনীতিবিদ জানালেন, বেজিংয়ের বোঝা উচিত নয়াদিল্লি এখন একটা সম্ভ্রম জাগানো শক্তি। একইসঙ্গে, তিনি এ-ও স্মরণ করিয়ে দেন, চিনের ব্যবহার ও একতরফা সিদ্ধান্তের ফলে ওই অঞ্চলে অনেকেই অসন্তুষ্ট।
মঙ্গলবার, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত সহকারী বিদেশসচিব (দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চল) নিশা দেশাই বিসওয়াল বলেন, চিনকে এটা স্বীকার করতে হবে যে, এশিয়া জুড়ে এখন কৌশলগত ও নিরাপত্তার দিক দিয়ে শক্তিধর রাষ্ট্র রয়েছে। বিশেষ করে, ভারত এখন একটা সম্ভ্রম জাগানো শক্তি।
তিনি যোগ করেন, চিনের মনোভাব হল তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কর্তৃত্ব বজায় রাখতে চায়। কিন্তু, সেখানে চিনের এই ব্যবহারে অনেকেই বিরক্ত। বিসওয়ালের মতে, চিনের উচিত এধরনের একতরফা কাজ না করে সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজেজের শক্তি বৃদ্ধি করা।