নয়াদিল্লি: শ্রীলঙ্কায় চলতি ত্রিদেশীয় টি ২০ টুর্নামেন্ট খেলা থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি জানিয়েছেন, মাঠে তাঁর যে আচরণ থাকে বিশ্রামের সময় তিনি তাঁর সম্পূর্ণ বিপরীত এবং পরিশ্রম না করাটাই পছন্দ করেন।
গতকাল একটি অনুষ্ঠানের অবকাশে বলেছে, 'আমি একটা জায়গায় কয়েক ঘন্টা ধরে বসে থাকতে পারি এবং আমি এতটাই অলস হতে পারি। বাড়িতে যখন সময় পাই, তখন এভাবেই থাকি'।
গত ডিসেম্বরেই অনুষ্কা শর্মাকে বিয়ে করেছেন কোহলি। তিনি বলেছেন, 'শারীরিক দিক থেকে কয়েকটা ছোটখাটো চোট আঘাত ছিল। সেগুলো কাটিয়ে উঠছি। কাজের চাপ শরীরের ওপর কিছুটা প্রভাব ফেলতে শুরু করেছে। শরীর, মন ও ক্রিকেটকে নিয়ে ভবিষ্যতে কীভাবে এগিয়ে যাব, তা নিয়ে আমাকে নজর দিতে হবে। এ ধরনের বিশ্রামের সময় খুবই গুরুত্বপূর্ণ। আমার এই ব্রেকটা খুবই প্রয়োজন ছিল। এই পর্বটা শেষ হলে আইপিএলে থেকে ফের নতুন করে শুরু করব। এতে মাঠে মনের দিক থেকে ভালো অবস্থায় থাকা যায়'।