মুম্বই: ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জের। এবার বোর্ডের বার্ষিক চুক্তির গ্রেডেশনে নেমে যেতে পারেন অজিঙ্ক রাহানে (ajinkya rahane) ও চেতেশ্বর পূজারা (cheteswar pujara)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি অর্ধশতরান ছাড়া ২ ব্যাটারের ব্যাটই কথা বলেনি। এমনও শোনা যাচ্ছে যে দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকার (south africa) মাটিতেই শেষ টেস্ট সিরিজ খেলে ফেলেছেন ২ অভিজ্ঞ তারকা ক্রিকেটার। কিন্তু এবার শোনা যাচ্ছে যে বোর্ডের বার্ষিক চুক্তির এ গ্রেড থেকে বি-তে নেমে যেতে পারেন রাহানে, পূজারা। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বরের পর্যন্ত বার্ষিক চুক্তির কাগজ তৈরি। অফিশিয়াল ঘোষণা হয়ত খুব তাড়াতাড়িই হবে। এদিকে সূত্রের খবর, ইশান্ত শর্মারও গ্রেডেশন এ থেকে নেমে বি হতে পারে। 


এদিকে, অন্যান্য ক্রিকেটারদের মধ্য়ে মহম্মদ সিরাজের সি গ্রেড থেকে বি অথবা এ গ্রেডে উন্নতি হতে পারে। এ গ্রেডেও উঠে আসতে পারেন তিনি। অন্যদিকে আরেক ফাস্ট বোলার উমেশ যাদব বি গ্রেড থেকে নেমে যেতে পারেন সি গ্রেডে। উল্লেখ্য, এ+ গ্রেডে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জশপ্রীত বুমরা। এ গ্রেডে রয়েছেন ঋষভ পন্থ, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে দলে ফিরছেন রোহিত শর্মা (rohit sharma)। পূর্ণাঙ্গ অধিনায়ক এই প্রথমবার দলকে নিয়ে মাঠে নামবেন হিটম্যান। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা (south africa) সফর থেকে ছিটকে গিয়েছিলেন এই মুম্বইয়ের (mumbai) ওপেনার। কিন্তু চোট সারিয়ে এবার ফিরছেন রোহিত। রোহিতের নেতৃত্বে মাঠে নামবেন বিরাট কোহলি। এই বিষয়টিও আলাদা একটা উত্তেজনা তৈরি করবে সিরিজে। কারণ বিরাট-রোহিত তরজা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে খুব চর্চিত অধ্যায়। ২ জনেই এই বিষয়ে কোনো নেতিবাচক কিছু না বললেও একটা দূরত্ব যে রয়েছে, তার আঁচ মিলেছে অনেক কিছু থেকেই। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাটের নেতৃত্ব কেড়ে রোহিতকে জাতীয় দলে সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া হয়। এরপর প্রথমবার একসঙ্গে মাঠে নামতে চলেছেন ২ জন আসন্ন সিরিজে।