কলকাতা : একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত। গতকাল বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যপাল। তার রেশ গড়াল রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। রাজ্যপালের মুখোমুখি হয়ে সৌজন্য দেখালেও আগাগোড়া কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে (Jagdeep Dhankhar) প্রতি নমস্কার জানালেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে দেখা গেল না আন্তরিকতা। রাজ্যপাল তাঁর কাছে না আসা পর্যন্ত চেয়ার ছেড়ে ওঠেননি মুখ্যমন্ত্রী। বিদায় পর্বেও দেখা গেল একই ছবি।
গতকালই, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে আইনশৃঙ্খলা নিয়ে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে রাজ্যের কড়া সমালোচনা করেন রাজ্যপাল। ভোট পরবর্তী সন্ত্রাস থেকে আমলা, একাধিক ইস্যুতে বেনজির হুঁশিয়ারি দেন জগদীপ ধনকড়। আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকেও। শুধু তাই নয় তাঁর আক্রমণের তির ছিল বিধানসভার স্পিকারের দিকেও। বলেন, ' অধ্যক্ষ ভবিষ্যতে রাজ্যপালকে ব্ল্যাকআউট করলে, তাঁকে আইনের মুখোমুখি হতে হবে। ' বিধানসভা চত্বরে দাঁড়িয়ে এভাবেই অধ্যক্ষকে আক্রমণ করেন রাজ্যপাল। পাল্টা স্পিকারের বক্তব্য, আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে বিধানসভার সমালোচনা করেছেন রাজ্যপাল, এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ।
আরও পড়ুন :
ভিডিওয় দেখুন, সুউচ্চ পর্বতে তুষার সাম্রাজ্যে দাঁড়িয়ে আইটিবিপি জওয়ানদের গলায় জাতীয় সঙ্গীত
অন্যদিকে, রেড রোডের প্যারেডেও এবার আমন্ত্রণ-বিতর্ক । অনুষ্ঠানে আমন্ত্রণ করা হল না বিরোধী দলনেতাকে । আমন্ত্রিতদের তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারীর । এই প্রথমবার আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা । বেশি কিছু মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে। কোভিড বিধির জেরে সর্বোচ্চ ৬০ জন হাজির অনুষ্ঠানে। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্য ও স্বরাষ্ট্রসচিব।