নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারের চার নম্বরের ব্যাটসম্যানের সমস্যার দ্রুত সমাধান করুক নির্বাচক কমিটি। এমনটাই চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের দল বাছাইয়ের সময় এমএসককে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি চার নম্বর ব্যাটসম্যান হিসেবে অলরাউন্ডার বিজয় শঙ্করকে বেছে নিয়েছিল। কিন্তু টুর্নামেন্টে ওই পজিশনে কে এল রাহুল খেলেছিলেন। এরপর শিখর ধবন চোট পেয়ে ছিটকে যাওয়ায় রাহুল ওপেনার হিসেবে খেলতে থাকেন এবং শঙ্করকে চার নম্বরে পাঠানো হয়। কয়েকটি ম্যাচের পর শঙ্করও চোট পান এবং নির্বাচকরা তাঁর পরিবর্ত হিসেবে কোনও মিডল অর্ডার ব্যাটসম্যানকে না নিয়ে কর্নাটকের ওপেনিং ব্যাটসম্যান মায়াঙ্ক অগ্রবালকে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন।
বিসিসিআই-এর পদস্থ আধিকারিক সংবাদসংস্থাকে বলেছেন, বিশ্বকাপে হারের দায় নেওয়া উচিত নির্বাচকদের । কারণ, টিম ভালো খেললে তাঁরাও পুরস্কারের অধিকারী হন। তাই দলের হারের দায়টাও তাঁদের।
ওই আধিকারিক বলেছেন, দল কোনও টুর্নামেন্ট জিতলে নির্বাচকদেরও নগদ পুরস্কার দেওয়া হয়। কিন্তু যখন দল হেরে যায় তখন খেলোয়াড়রাই সমালোচনার মুখে পড়েন। নির্বাচকদের সমালোচনা কেন করা হবে না, সেই প্রশ্নও তুলেছেন ওই আধিকারিক।
তিনি আরও বলেছেন, বিশেষ করে নির্বাচক কমিটির প্রধানের কথা বলতে হয়। তিনি প্রায় প্রতিটি সফরেই দলের সঙ্গে যাচ্ছেন। এক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি দেখতে পেয়েছেন যে, কোন জায়গায় সংশোধনের প্রয়োজন। চার নম্বরের দায়িত্ব তাঁরই হওয়া উচিত, কারণ তিনিই ওই পজিশনে যাবতীয় বদলগুলি করেছিলেন।
দল নির্বাচন নিয়ে ওই আধিকারিক বলেছেন, যখন ওপেনিং ব্যাটসম্যান চোট পেল, তখন একজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে পাঠানো হল। এরপর মিডল অর্ডার ব্যাটসম্যান চোট পাওয়ার পর পরিবর্ত হিসেবে ওপেনিং ব্যাটসম্যানকে নেওয়া হল। টিম ম্যানেজমেন্ট কী চাইছে তা গুরুত্বপূর্ণ নয়। কারণ, সিদ্ধান্ত নেওয়ার ভার থাকে নির্বাচকদের হাতে। এতে একটা বড় প্রশ্ন উঠছে যে, নির্বাচকদের পারফরম্যান্স কে যাচাই করে দেখবে?
উল্লেখ্য, ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেলেও নির্বাচকরা আপাতত তাঁদের পদে বহাল থাকছেন।