ডোমেইন রিনিউ না করায় বন্ধ বিসিসিআই-এর ওয়েবসাইট
Web Desk, ABP Ananda | 04 Feb 2018 06:01 PM (IST)
নয়াদিল্লি: নির্দিষ্ট সময় ডোমেইন রিনিউ না করায় বন্ধ হয়ে গেল বিসিসিআই-এর ওয়েবসাইট। এই ডোমেইনটি ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ ছিল। কিন্তু গতকালই ডোমেইন রিনিউ করার শেষ দিন ছিল। কিন্তু বিসিসিআই সেটা না করায় বন্ধ হয়ে গিয়েছে ওয়েবসাইটটি। ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটদুনিয়ার সবচেয়ে ধনী সংস্থা। গতকালই ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। কিন্তু এই পরিস্থিতিতে ডোমেইন রিনিউ না করায় বিসিসিআই-এর ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে। এটা ভারতীয় ক্রিকেটের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ঘটনা।