আইপিএল-এ ফিরছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, স্বাগত জানাল বিসিসিআই
Web Desk, ABP Ananda | 14 Jul 2017 08:35 PM (IST)
নয়াদিল্লি: আইপিএল-এ প্রত্যাবর্তন ঘটছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি লোঢা কমিটি এই দুই ফ্র্যাঞ্চাইজিকে দু বছরের জন্য নির্বাসিত করেছিল। সেই নির্বাসনের মেয়াদ পূর্ণ হয়েছে। ফলে আগামী বছর থেকেই ফের আইপিএল-এ দেখা যাবে এই দুই চ্যাম্পিয়ন দলকে। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের আইপিএল-এ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বিসিসিআই কর্তারা। কার্যকরী সভাপতি সি কে খন্না বলেছেন, ‘চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস ফেরায় সমৃদ্ধ হবে আইপিএল। দুই দলই দুর্দান্ত সাফল্য পেয়েছে। তাদের প্রচুর সমর্থকও আছে। অনুগত সমর্থকরা আগামী বছর থেকেই প্রিয় দল এবং তারকাদের খেলা দেখতে পাবেন।’ আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লও এই দুই ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। তাঁর আশা, অতীতের মতোই চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের সঙ্গে তাঁদের সুসম্পর্ক বজায় থাকবে।