মুম্বই: লোঢা কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার, ২ অগাস্ট ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডাকল বিসিসিআই। ৫ তারিখ দিল্লিতে বোর্ডের বিশেষ সাধারণ সভা। তার আগেই মুম্বইয়ে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হল। বিসিসিআই সূত্রে আরও খবর, ফ্লোরিডায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রস্তাবিত টি-২০ সিরিজ নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।
বোর্ডের এক আধিকারিক বলেছেন, এই বৈঠকের আলোচ্যসূচিতে প্রধান বিষয় হিসেবে থাকছে লোঢা কমিটির সুপারিশ। বোর্ডের এবং রাজ্য সংস্থাগুলির সংস্কার নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-২০ ম্যাচ নিয়েও আলোচনা করা হবে। এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে ম্যাচ দুটি হওয়ার সম্ভাবনা যথেষ্ট।

লোঢা কমিটির সুপারিশ কার্যকর করার জন্য বিসিসিআই-কে ৪ থেকে ৬ মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। ৯ অগাস্ট বিচারপতি লোঢার সঙ্গে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকের বৈঠক হওয়ার কথা। তার আগে বোর্ড কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে লোঢা কমিটির সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে চাইছেন।