নয়াদিল্লি: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন মহলে আগামী বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বয়কটের দাবি উঠেছে। কিন্তু এই দাবির সঙ্গে সহমত নন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তিনি বললেন, আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলে তাদের দুই পয়েন্ট দিয়ে দিচ্ছে ভারত, এমনটা  একেবারেই পছন্দ নয় তাঁর।


এক্ষেত্রে সচিন  সুনীল গাওস্করের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। গাওস্কর এ ব্যাপারে বলেছেন, আগামী ১৬ জুনের নির্ধারিত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বয়কট করার চেয়ে ওদের হারানোটাই অনেক বেশি উপযুক্ত হবে।

সচিন এক বিবৃতিতে বলেছেন, বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হয়ে এসেছে। এবার আরও একবার পরাজয়ের স্বাদ পাকিস্তানকে দেওয়ার সময় এসেছে। ব্যক্তিগতভাবে ওদেরকে দুই পয়েন্ট দিয়ে সাহায্য করার কথা ভাবতেও পারছি না।

সেইসঙ্গে সচিন বলেছেন, তাঁর কাছে দেশই আগে। তাই দেশ যা সিদ্ধান্ত নেবে তা তিনি সর্বান্তকরণে সমর্থন করবেন।

হরভজন সিংহ ও যজুবেন্দ্র চাহলের মতো ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেট সম্পূর্ণভাবে বয়কটের ডাক দিয়েছেন।অন্যদিকে গাওস্কর বলেছেন, ১৬ জুন পাকিস্তানের সঙ্গে না খেললে তাতে ক্ষতি হবে ভারতেরই। তাঁর প্রশ্ন, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিলে কে জিতবে? আমি ফাইনাল বা সেমিফাইনালের কথা বলছি না। পাকিস্তানই জিতবে। কারণ, ওরা দুই পয়েন্ট পেয়ে যাবে।