আজ ভারতীয় দলের অনুশীলনের শুরুতেই নেটে চলে যান বিরাট। সেখানে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও থ্রো-ডাউন বিশেষজ্ঞ রাঘবেন্দ্র থ্রো-ডাউন করাচ্ছিলেন। সেখানেই ২৫ মিনিট ধরে অনুশীলন করেন বিরাট। বাঙ্গার তাঁকে লাল বলে থ্রো-ডাউন করান। শ্রীধর ও রাঘবেন্দ্র অবশ্য সাদা বলেই থ্রো-ডাউন করান। এরপর কিছুক্ষণ উমেশ যাদব ও স্পিনারদের বলে ব্যাটিং অনুশীলন করেন ভারতের অধিনায়ক।
এদিনের অনুশীলনে ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে বেশিরভাগ সময়ই কাটান অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে। পরে হার্দিক পাণ্ড্য ও যশপ্রীত বুমরাহকে দিয়ে স্পট-বোলিংও করান কুম্বলে। গোটা অনুশীলন পর্বে ভারতের কোচ ও অধিনায়ককে কথা বলতে দেখা যায়নি।