ভূবনেশ্বর: প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে সাডেন ডেথে হারিয়ে প্রথমবার হকি বিশ্বকাপ জিতল বেলজিয়াম। রবিবার, ভূবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় ২০১৬ রিও অলিম্পিক্সে রুপোজয়ী বেলজিয়াম। এদিন গোটা ম্যাচই ছিল উত্তেজনায় পরিপূর্ণ। কোনও দলই প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হলে পেনাল্টি শ্যুটআউট হয়। কিন্তু, সেখানেও উভয় দল পাঁচটি সুযোগ পেয়ে ২টি করে গোল করে। ফলে, সাডেন ডেথের মাধ্যমে ফাইনালের নিষ্পত্তি হয়। প্রসঙ্গত, হকি বিশ্বকাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত হন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর।