ভুবনেশ্বর: ইংল্যান্ডকে বিধ্বস্ত করে প্রথমবার হকি বিশ্বকাপের ফাইনালে উঠল অলিম্পিকে রুপোজয়ী বেলজিয়াম। আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের ফল ৬-০। এর আগে হকি বিশ্বকাপের ইতিহাসে বেলজিয়ামের সেরা ফল ছিল ২০১৪ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে পঞ্চম স্থান অর্জন। সেই দলটি এবার ট্রফি জয়ের লক্ষ্যে ফাইনালে খেলতে নামবে।
আজ একপেশে ম্যাচে শুরু থেকেই ইংল্যান্ডকে চেপে ধরে বেলজিয়াম। অষ্টম মিনিটেই প্রথম গোল করেন টম বুন। ১৯ মিনিটে ব্যবধান বাড়ান সাইমন গুগনার্ড। আলেকজান্ডার হেনড্রিকস ৪৫ ও ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দু’টি গোল করেন। তার আগে ৪২ মিনিটে গোল করেন সেড্রিক শার্লিয়ের। ৫৩ মিনিটে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক পুঁতে দেন সেবাস্তিয়ান ডকিয়ের।
ইংল্যান্ডকে ৬-০ উড়িয়ে প্রথমবার হকি বিশ্বকাপের ফাইনালে বেলজিয়াম
Web Desk, ABP Ananda
Updated at:
15 Dec 2018 06:30 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -