রাজকোট: প্রথম ইনিংসে ভারতের (Indian Cricket Team) ৪৪৫ রানের জবাবে গতকাল ২ উইকেট হারিয়ে ২০৭ রান বোর্ডে তুলে নিয়েছিল ইংল্যান্ড (England Cricket Team)। এদিন সকালে মধ্যাহ্নভোজের (Lunch Break) বিরতিতে যাওয়ার আগে আরও তিন উইকেট হারাল সফরকারী দল। ২৯০ রান বোর্ডে তুলেছে ইংল্যান্ড। এখনও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫৫ রানে এগিয়ে রয়েছে রোহিত (Rohit Sharma Team) বাহিনী। 


গতকাল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হেনেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। ১৫ রান করে তাঁর বলে ফিরে গিয়েছিলেন জ্যাক ক্রলি। তিনিই ছিলেন অশ্বিনের টেস্টে ৫০০ তম শিকার। তবে মায়ের অসুস্থতার জন্য আচমকাই ম্য়াচ থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। এদিন সকালে অশ্বিনের পরিবর্তে দেবদত্ত পড়িক্কলকে ফিল্ডিং করতে দেখা গিয়েছে মাঠে। তবে ১০ জন প্লেয়ার নিয়েই বাকি ম্য়াচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এদিন সকালে ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন যশপ্রীত বুমরা। তিনি ফিরিয়ে দেন জো রুটকে। ১৮ রান করে প্যাভিলিয়ন ফেরেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। বল হাতে চলতি সিরিজে ভাল পারফর্ম করলেও ব্যাট হাতে এখনও সিরিজে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। জনি বেয়ারস্টো তো খাতাই খুলতে পারলেন না। ম্য়াচে কুলদীপের প্রথম শিকার হলেন এই ডানহাতি ব্যাটার। মাত্র ৪ বল ক্রিজে থাকতে পেরেছিলন জনি। বেন ডাকেট গতকাল যে মেজাজে খেলছিলেন। এদিনও সেই মেজাজেই শুরু করেন। কিন্তু নিজের দেড়শো রান পেরনোর পরই কুলদীপের একটি ডেলিভারিতে লুজ শট খেলে গিলের হাতে জমা পড়েন ইংরেজ ওপেনার। ১৫১ বলে ১৫৩ রানের ইনিংসে ২১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান বাঁহাতি ইংরেজ ওপেনার। এরপর বেন স্টোকস ও বেন ফোকস মিলে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বোর্ডে আরও ৩০ রান যোগ করেছেন।


 






এদিকে মায়ের অসুস্থতার জন্য রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজে এই মুহূর্তে ১-১ রয়েছে ফল। প্রথম টেস্ট হায়দরাবাদে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এই টেস্টে যে জিতবে তারাই সিরিজে এগিয়ে যাবে।