লন্ডন: ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস। কিছুদিন আগেই টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জো রুট। এবার তাঁর পরিবর্তে অধিনায়ক হলেন ব্রিটিশ অলরাউন্ডার। উল্লেখ্য, পাঁচ বছর দায়িত্ব সামলানোর পর ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন স্টোকস। 


দেশের ৮১তম টেস্ট অধিনায়ক


ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের ৮১তম অধিনায়ক বেন স্টোকস। প্রথম একাদশে সবসময়ই অটোমেটিক চয়েস স্টোকস (Ben Stokes)। ইংল্য়ান্ডের (England) ক্রিকেট দলের নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি স্টোকসের নাম পাঠিয়েছিলেন অধিনায়কের পদের জন্য। এদিন ইসিবির তরফে স্টোকসকেই বেছে নেওয়া হয়েছে ইংল্য়ান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে। এর আগে রুট যখন অধিনায়ক ছিলেন, তখন টেস্ট স্কোয়াডের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন স্টোকস। 


স্টোকসকে নিয়ে বার্তা


ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি এক বিবৃতিতে বলেছেন, ''আমাদের মনে কোনও সন্দেহ নেই যে এই দায়িত্বের জন্য স্টোকস একদম সঠিক ব্যক্তি। আমরা ভীষণ খুশি যে স্টোকস এই দায়িত্ব পালনের জন্য রাজি হয়েছে। লাল বলের ক্রিকেটে জাতীয় দলকে আগামীতে আরও অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে স্টোকস। ও এই দায়িত্ব পাওয়ার জন্য একেবারে যোগ্য ব্যক্তি।''


টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে ইংল্যান্ড

গত ১৭ টেস্টের মধ্যে একটি মাত্র টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন স্টোকস। সেই ম্যাচে জয় পেয়েছিল ইংল্যান্ড দল। এছাড়া ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স টেস্টে একদমই ভাল নয়। রুটের নেতৃত্বে গত পাঁচ বছরে ভাল পারফর্ম করেছে দল। কিন্তু ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই একের পর এক সিরিজে ব্যর্থতাই সঙ্গী। রুটের নিজের ব্যাটেও রান নেই। যার জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রুট। এই মুহূর্তে চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও একেবারে তলানিতে রয়েছে ইংল্যান্ড। স্টোকসের নেতৃত্বে দল ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস ইসিবির।

আরো পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়