লন্ডন: আসন্ন অ্যাশেজের আগে ইংল্য়ান্ড স্কোয়াডে ফিরেছেন বেন স্টোকস। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন এই তারকা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অ্যাশেজের জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে স্টোকসকে। চলতি বছরের জুলাই থেকে মাঠের বাইরে স্টোকস। চোট নিয়েই দ্য হানড্রেডে নর্দার্ন সুপারচারজার্সের হয়ে খেলছিলেন তিনি। এরপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর একদিন আগে এই চোট ও নিজের মানসিক সমস্যার কথা জানিয়ে নিজেকে দল থেকে সরিয়ে নেন তিনি।
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, 'আমার মনে হয় অস্ট্রেলিয়া আসন্ন অ্যাশেজে চাপে থাকবে। স্টোকস স্কোয়াড ঢুকে পড়ায় ইংল্য়ান্ডের শক্তি অনেক বেড়ে গেল। ওঁকে ছাড়া আমি ইংল্য়ান্ডকে কোনওভাবেই এগিয়ে রাখতাম না। কিন্তু স্টোকস দলে এসেছে, এতে আমি ইংল্য়ান্ডকে নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার মাটিতে।' তিনি আরও বলেন, 'স্টোকস ইংল্য়ান্ড দলের ইঞ্জিন। নিজের পারফরম্যান্স ছাড়াও দলের বাকিদের থেকেও পারফরম্যান্স বের করে আনতে পারে। ওঁ দলে থাকলে পরিবেশটাই বদলে যায়।' ১১ বছর পর অস্ট্রেলিয়ার মাটি থেকে অ্যাশেজ জিতে ফিরতে বদ্ধপরিকর জো রুটের দল। সেই লক্ষ্যে স্টোকসের দলে ফেরা নিঃসন্দেহে ইংল্যান্ড শিবিরকে আত্মবিশ্বাসী করে তুলল।
গত ৩০ জুলাই ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পোস্ট করে জানানো হয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন স্টোকস। এর ওপর আবার আঙুলে চোট পেয়েছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেন তিনি। প্রস্তুতিতেও নেমেছিলেন। কিন্তু প্রস্তুতি পর্বেই ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন। পরে দেখা যায়, বাঁহাতের আঙুল ভেঙেছে বেন স্টোকসের। কিন্তু কিছুদিন আগেই অনুশীলনে ফিরেছেন ইংল্য়ান্ড ক্রিকেটার। ইন্ডাের ক্রিকেটে থ্রো ডাউন থেকে ব্যাটিং প্র্যাকটিসের ছবি ও ভিডিও ইসিবির ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অ্যাশেজ।
আরও পড়ুন: ভারতকে হারিয়েও সতর্ক, ড্রেসিংরুমে সতীর্থদের কড়া বার্তা বাবরের, ভাইরাল ভিডিও