সন্দীপ সরকার, কলকাতা: চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটালেন ইডেন গার্ডেন্সে। বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে। বাংলা ক্রিকেটের ভক্তদের কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছিলেন, ম্যাচের রং পাল্টে দিয়ে যাবেন না তো নিজেকে প্রমাণ করতে মরিয়া পৃথ্বী শ (Prithvi Shaw)!


কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে রান পেলেন না মুম্বইয়ের তরুণ। ক্রিজে জমে গিয়েও আউট হলেন। ৪২ বলে ৩৫ রান করে। এবং তিনি ফিরলেন এমন একটি ডেলিভারিতে, যেটাকে দিনের সেরা বললেও অত্যুক্তি হবে না।


শুক্রবার থেকে ইডেনে শুরু হল বাংলা বনাম মুম্বই রঞ্জি ট্রফির ম্যাচ। যে ম্যাচে প্রত্যাবর্তন ঘটালেন চব্বিশের তরুণ। চোটের জন্য অজিঙ্ক রাহানে এই ম্য়াচে খেলছেন না। আগের ম্যাচেও চোট ভুগিয়েছে তাঁকে। উত্তর প্রদেশের বিরুদ্ধে ম্যাচে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। সেই ম্যাচে হেরে যায় মুম্বই। রাহানের পরিবর্তে বাকি ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিয়েছিলেন শামস মুলানি। বাঁহাতি স্পিনার মুলানি ভারতীয় এ দলে থাকায় বাংলার বিরুদ্ধে খেলছেন না। রাহানের পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন শিবম দুবে।


রাহানের অনুপস্থিতিতে মুম্বই ব্যাটিংয়ের সেরা মুখ মনে করা হচ্ছিল পৃথ্বীকে। অধিনায়ক হিসাবে যিনি ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছিলেন। সেই দলের ক্রিকেটার শুভমন গিল এখন ভারতীয় দলের অন্যতম ভরসা। আর অনিয়ন্ত্রিত জীবনযাত্রা আর চোট আঘাতে অনেকটাই পিছনের সারিতে চলে গিয়েছেন পৃথ্বী। যাঁকে সেই অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের সেরা প্রতিভা বলে চিহ্নিত করেছিলেন। ভারতের জাতীয় দলের হয়েও খেলেছেন। তবে বারবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে পৃথ্বীর বিরুদ্ধে।


লাল বলের ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গিয়েছিল গত বছরের মাঝ জুলাইয়ে। দলীপ ট্রফির ম্যাচে খেলেছিলেন তিনি। তারপর কাউন্টি ক্রিকেটে কয়েকটা ম্যাচ খেলেন। কিন্তু ফিটনেস সমস্যা আর চোটের জন্য ক্রিকেট মাঠের বাইরেই বেশিরভাগ সময়টা কাটাতে হয়েছে পৃথ্বী শকে (Prithvi Shaw)। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘদিন রিহ্যাবের পর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন।


প্রত্যাবর্তনের ম্যাচে ইডেনে যতক্ষণ ক্রিজে ছিলেন, সাবলীল ব্যাটিং করেছেন। টসে জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বঙ্গ অধিনায়ক মনোজ তিওয়ারি। ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৪২ বলে ৩৫ রান করেন তিনি। মারেন পাঁচটি চার। ওপেনিং জুটিতে ৫০ রান তোলে মুম্বই।


ইনিংসের ১৬তম ওভারের চতুর্থ বলে সূরয সিন্ধু জয়সওয়ালের শিকার হন তিনি। হাইকোর্ট প্রান্ত থেকে আগুন ঝরাচ্ছিলেন বাংলার নতুন পেস প্রতিভা। তাঁর গুড লেংথ স্পটে পড়া বল আচমকা কাট করে ভেতরে ঢুকে আসে। সঙ্গে বাড়তি বাউন্স। পৃথ্বীর কার্যত কিছুই করার ছিল না। বল তাঁর ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার অভিষেক পোড়েলের গ্লাভসে।


পৃথ্বীকে শুরুতেই ফিরিয়ে বাংলা শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন সূরয।


আরও পড়ুন: কনকাশন সাব নিয়মের অপব্যবহার, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়তে পারে ঘরোয়া ক্রিকেটে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে