জয়পুর: অভিমন্যু ঈশ্বরণের পর অধিনায়ক মনোজ তিওয়ারির (১১০) শতরানে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ৪৬৬ রান করল বাংলা। দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশ ৩ উইকেট হারিয়ে ১২৬ রান করেছে। বাংলা এখনও ৩৪০ রানে এগিয়ে। ফলে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার আশা যথেষ্ট।
প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৩ উইকেটে ২৮৮। দ্বিতীয় দিনে ব্যক্তিগত ১৪২ রানের মাথায় আউট হয়ে যান ঈশ্বরণ। মনোজ ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান এদিন বড় রান করতে পারেননি। উত্তরপ্রদেশের হয়ে কুলদীপ যাদব ৫ এবং অঙ্কিত রাজপুত ৪ উইকেট দখল করেন।
ব্যাট করতে নেমে অশোক ডিন্ডা, সায়ন ঘোষের দাপটে ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল উত্তরপ্রদেশ। সমর্থ সিংহ ও উমঙ্গ শর্মা প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলের ৪৯ রানের মাথায় সমর্থ (১৩) ডিন্ডার দ্বিতীয় শিকার হন। এরপর উমঙ্গ (৫৭) ও সরফরাজ খান (৪৩) দিনের বাকি সময়টা কাটিয়ে দেন।
তৃতীয় দিন সকালেও যদি ডিন্ডারা বল হাতে আগুন ঝরাতে পারেন, তাহলে বাংলা প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ের জন্য ঝাঁপাতে পারে।
মনোজের শতরানে সুবিধাজনক জায়গায় বাংলা
Web Desk, ABP Ananda
Updated at:
14 Oct 2016 06:51 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -