জয়পুর: অভিমন্যু ঈশ্বরণের পর অধিনায়ক মনোজ তিওয়ারির (১১০) শতরানে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ৪৬৬ রান করল বাংলা। দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশ ৩ উইকেট হারিয়ে ১২৬ রান করেছে। বাংলা এখনও ৩৪০ রানে এগিয়ে। ফলে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার আশা যথেষ্ট।


প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৩ উইকেটে ২৮৮। দ্বিতীয় দিনে ব্যক্তিগত ১৪২ রানের মাথায় আউট হয়ে যান ঈশ্বরণ। মনোজ ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান এদিন বড় রান করতে পারেননি। উত্তরপ্রদেশের হয়ে কুলদীপ যাদব ৫ এবং অঙ্কিত রাজপুত ৪ উইকেট দখল করেন।

ব্যাট করতে নেমে অশোক ডিন্ডা, সায়ন ঘোষের দাপটে ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল উত্তরপ্রদেশ। সমর্থ সিংহ ও উমঙ্গ শর্মা প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলের ৪৯ রানের মাথায় সমর্থ (১৩) ডিন্ডার দ্বিতীয় শিকার হন। এরপর উমঙ্গ (৫৭) ও সরফরাজ খান (৪৩) দিনের বাকি সময়টা কাটিয়ে দেন।

তৃতীয় দিন সকালেও যদি ডিন্ডারা বল হাতে আগুন ঝরাতে পারেন, তাহলে বাংলা প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ের জন্য ঝাঁপাতে পারে।