কলকাতা: বড়দিনের গড়ের মাঠে অনন্য নজির গড়লেন বাংলার রঞ্জি দলের মিডল অর্ডার ব্যাটসম্যান পঙ্কজ সাউ। সিএবি প্রথম ডিভিশন লিগে বড়িশা স্পোর্টিংয়ের হয়ে দক্ষিণ কলকাতা সংসদের বিরুদ্ধে এই বিশাল স্কোর করেছেন পঙ্কজ। ৪৪টি বাউন্ডারি এবং ২৩টি ছক্কার সাহায্যে তিনি এই রান করেছেন।

তিন দিনের এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বড়িশা। চার নম্বরে ব্যাট করতে নেমে শেষপর্যন্ত অপরাজিত থাকেন পঙ্কজ। তাঁর দল ৮ উইকেটে ৭০৮ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ৩৬৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ কলকাতা সংসদ। তারা দ্বিতীয় ইনিংসে করে ২ উইকেটে ৯৬। এরপর ম্যাচ শেষ হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চার পয়েন্ট পেয়েছে বড়িশা।