মুম্বই: বলিউডে এত বছরের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে, এখানে সাফল্যই শেষ কথা বলে, নৈপুণ্য নয়। বললেন শাহিদ কপূর।


শাহিদ জানিয়েছেন, সিনেমা জগতে কাজ করতে করতে বোঝা যায়, বক্স অফিসে সাফল্যই এখানে চূড়ান্ত, উৎকর্ষ বা নৈপুণ্য নয়। সাফল্য এবং একমাত্র সাফল্যই এখানে শেষ কথা। কিন্তু এই সাফল্য ঠিক কী আর কীভাবে তা আসবে কেউ জানে না।

‘কামিনে’ থেকে ‘উড়তা পঞ্জাব’-নিজের অভিনয় ক্ষমতা বারবার প্রমাণ করেছেন শাহিদ। তিনি বিশ্বাস করেন, কোনও ক্ষেত্রে নিজস্ব জায়গা তৈরি করতে হলে সবথেকে জরুরি নিজের ক্ষমতার ওপর ভরসা রাখা। অন্যরা আপনার সম্পর্কে কী ভাবছে, তা জরুরি নয়। নিজেকে উন্নত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে।